নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বসে আছি অন্ধকারে, \nআমাকে বুঝতে দাও \nমানুষ কেন আলোর \nপ্রত্যাশা করে!

আসোয়াদ লোদি

জীবন ও যন্ত্রণার মরুচরে আমি প্রপাতের ধারা ।

আসোয়াদ লোদি › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র সংহিতা-১

০৮ ই মার্চ, ২০২০ রাত ৯:৫১


আমাকে দেখতে দাও সমুদ্রের বিশালতা। বিনাশ হোক পবিত্র জলে অন্তরের সমূহ ক্ষুদ্রতা। যদি পারি মেলে দিতে হৃদয়ের চোখ,বাতাসে পুণ্যি আসে। পরিশুদ্ধ মানুষ, যে আমি নামাতে চাই ধুলোময় পা জলের নীলে। তার আগে ভেজা বালিয়াড়িতে, ধবল ফেনা এঁকে রাখে পৃথিবীর মানচিত্র। তবু বাসনা জাগে, পৃথিবী পেরিয়ে সমুদ্রে যাব।

গরুড়ের ডানার নিচে লুকিয়ে আছে বাসনার মৃত্যু। আমি শব্দ চাই। ধ্বনির মাহাত্ম্যে আমিও গেয়ে ওঠতে পারি প্রার্থনা সঙ্গীত। যদি পাই তার ডানা থেকে কাঙ্ক্ষিত শব্দ,বাসনাকে করে যাব দীর্ঘজীবী। আমার সমুদ্র চাই। অলৌকিক শব্দ থেকে, আজ রচিত হোক শত-শতাব্দীর জলকাব্য।

রজনীর স্তব্ধতা ভেঙ্গে জলকুমারীর নিতম্বের মতো ঢেউ ওঠে। অন্ধকার ও জলের মিলনে,শুনতে পাচ্ছি যে সুতীব্র গর্জন, মনে হয় যেন ছুটন্ত হরিণীর নিঃশ্বাস; নাকি কোনো কুমারীর কামার্ত আর্তনাদ!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: সমুদ্রের গর্জন কিন্তু আনন্দময় কিছু না।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫১

আসোয়াদ লোদি বলেছেন: গর্জন স্বভাবতই বেদনার।

২| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৪২

সাগর শরীফ বলেছেন: ভয়ংকর!

০৯ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৩

আসোয়াদ লোদি বলেছেন: সুন্দরের আড়ালেও ভয়ঙ্কর রূপ থাকে।

৩| ১১ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৯

ফয়সাল রকি বলেছেন: সমুদ্রের বিশলতা মানুষকে ক্ষুদ্রতা থেকে বেরিয়ে আসতে শেখায়।

১১ ই মার্চ, ২০২০ রাত ৯:৩২

আসোয়াদ লোদি বলেছেন: আপনার জন্য সমুদ্র ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.