নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যা সান অফ দ্য গুড আর্থ

হয়তো একদিন হারাবো ঐ মেঘের দেশে , হয়তো শ্রাবণের কোন এক সন্ধ্যায় , বারি হয়ে ঝরবো তোমাদের এ আঙিনায় ।

অ্যা সান অফ দ্য গুড আর্থ › বিস্তারিত পোস্টঃ

সাড়া

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

(কিশোর বেলার একটি কবিতা।

তখন দশম শ্রেণীতে পড়তাম।

কোনো এক বর্ষণমুখর সন্ধ্যায় লিখা হয়েছিল।

কি স্বপ্নময় ছিলো সেই দিনগুলো;ধরে রাখা সম্ভব হলে হয়তো আর ফিরে আসতাম না!

বি এন স্কুল ও কলেজ চট্টগ্রামের প্রতিটি সহপাঠির স্মৃতি জড়িয়ে আছে এর অন্তরালে।)









"বৃষ্টিস্নাত এক



সুবাসিত ফুল তুমি,



যার সুরভিত সুবাসে



মুখরিত চারিদিক ।



বাদলা দিনে



ঘন বরষায়,



যখন সূর্য



মেঘে ঢেকে যায়,



তুমি নিয়ে যাও মোরে



দূর অজানায় ।



অতীতের স্মৃতিগুলো



মনে দেয় নাড়া,



স্মৃতিচারণ করি তবু



পাইনা সেই সাড়া ।"



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.