![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৩ ।
এ বছরটা যেন ঢাকা টাংগাইল মহাসড়কে ছুটতে ছুটতেই কেটে গেল।
সেই ফেব্রুয়ারী থেকে শুরু। ১০ মাসে গড়পড়তা ৩ বার হলে এতদিনে অর্ধশত ছাড়িয়ে গেছে ।
অভিজ্ঞতা কিন্তু খারাপ না।
যারা ভবিষ্যতে এদিকে আসবেন / আসতে পারেন তাদের জন্য কিছু সতর্কবার্তা ।
- সাধুর মতো নিয়ম মেনে কাউন্টার হতে টিকেট কাটতে যাবেন না । আপনাকে ৭০ টাকা বেশি গুনতে হবে । বাসে উঠে দেখবেন আপনিই একমাত্র চিড়িয়া যে টিকিট কেটেছে , আর যথাযথ নিয়ম মানার পুরস্কার (!) স্বরূপ মাশুল দিতে হয়েছে।
-নারীদের সামনে পিছে / ধারেকাছের আসনগুলো পরিহার করুন (সুযোগ থাকলে)। উনারা ২ মিনিট পর পর বমি করতে করতে পরিবেশ দুর্বিসহ করে তুলবেন ।
-ভুলেও কোনোদিন মেয়েদের আশে পাশে বসতে যাবেন না । এরা একা থাকলে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলবে , সেকেন্ডে সেকেন্ডে তার আপডেট জানাবে , বারবার আপনার কাছে জায়গার নাম জানতে চেয়ে কাঁচা ঘুম নষ্ট করবে।[এ যেন এক জীবন্ত জিপিএস রে ভাই !!] ।
আর যদি সংখ্যায় দুই বা ততোধিক হয় তবে তো সোনায় সোহাগা । পাক্কা ৪ টা ঘন্টা বিরক্তিকর খিলখিল হাসি, চেচামেচি আর ফালতু বকরবকর করে সহযাত্রীদের বারোটা বাজাবে । এমতাবস্থায় দূরে বসেও কোনো ফায়দা হবে না আপনার । কানে হেডফোন লাগান / তুলা গুজে দিন ।
[দ্রষ্টব্য: এখানে কাউকে উদ্দেশ্যমূলক হেয় প্রতিপন্ন করা হয়নি। দেশের বেশিরভাগ নারীই জার্নি করতে অভ্যস্ত নয় । যাত্রা পথে বমি আসতে পারে এটাই স্বাভাবিক ।
আর মেয়েরা কাজের চেয়ে অকাজের কথাই বেশি বলে থাকে , হোক সেটা আড্ডায় কিংবা যানবাহনে । একজনের আচরন অন্যদের জন্য বিরক্তিকর হতে পারে এ কথাটা মাথায় রাখুন । আর ব্যতীক্রম তো থাকবেই , সেটা নিষ্প্রয়োজন । সকলেই আমন্ত্রিত।]
©somewhere in net ltd.