নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ্যা সান অফ দ্য গুড আর্থ

হয়তো একদিন হারাবো ঐ মেঘের দেশে , হয়তো শ্রাবণের কোন এক সন্ধ্যায় , বারি হয়ে ঝরবো তোমাদের এ আঙিনায় ।

অ্যা সান অফ দ্য গুড আর্থ › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন

১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৮

মাত্র ৫/৬ বছরের মাথায় এই মুলা খেয়ে মার্চেন্ট শিপের ক্যাপ্টেন/চীফ ইন্জিনিয়ার হউন।



(উল্লেখ্য, একজন ক্যাপ্টেন/চীফ ইন্জিনিয়ারের মাসিক বেতন ৮,০০০$-১৪,০০০$)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৮

পথহারা সৈকত বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২

রাখালছেলে বলেছেন: মুলা কোথায় পাওয়া যায় । শীঘ্রই জানান । অতীব উপকারী পোষ্ট । পরথম পেলাস ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৫

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: "গুড গভর্নান্স " এর একটি শর্ত দেশের আপামর জনসাধারনকে প্রতারণার হাত থেকে রক্ষা করা। জাতীয় দৈনিকে এমন বিজ্ঞাপন দিয়ে কিভাবে পার পায়?

৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৮

অ্যা সান অফ দ্য গুড আর্থ বলেছেন: এই মুলার খবর জানালে ৫/৬ বৎসর পর আমার নিরাপত্তা কে দেবে ??

৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪

অ্যা সান অফ দ্য গুড আর্থ বলেছেন: অবাস্তব মনে হলেও সত্যি যে প্রতি বছর দৈনিকে এমন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে । গর্তে পড়ার আগে ভালভাবে জেনে নেয়া ভাল ঐ পথের অগ্রজদের বর্তমান পরিস্থিতি । ইতোমধ্যে অনেকে লাখ লাখ টাকা খরচ করে মুলা ধরতে নেমে পড়েছে । আমার বন্ধু মহলের অনেকেই তার সাধারণ সরকারি চাকুরে পিতার পেনশনের দুই তৃতীয়াংশই ঢেলে দিয়েছে । এখন মুলা একযুগ পরেও খাওয়া যাবে কিনা তাও দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে । উল্লেখ্য এদেশের অতি মুনাফালোভী চটকদারেরা তাদের পকেট ভারী করতে এই মুলা ঝুলিয়ে রাখেন টোপ হিসেবে । ভুক্তভোগী মাত্রই জানেন বাস্তবতা আর কল্পনার ফারাক কতখানি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.