![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লেখার আনন্দে ছোটগল্প লিখে যাওয়া........
ভোরবেলা। বাথরুমে ঢুকেই সুইটির মেজাজ বিগড়ে গেল। সাবানদানীতে সাবান ঠিকমতো রাখা নেই। সে বাথরুম থেকে বের হয়ে ইমনকে কটকট করে বলল, সাবানটাও ঠিকমতো রাখতে পার না? তুমি যে কী...
ইমন চুপ করে রইল। সুইটির সাথে তার বিয়ে হয়েছে মাত্র ছ’মাস। এই ছ’মাসেই সে হাজার ভুল ধরা শুরু করেছে।
ইমন একসময় বিরক্ত হয়ে বলল, দিন দিন তুমি ঝগড়াটে হয়ে উঠছ? একটা নির্জন দ্বীপে কিছুদিনের জন্য যদি তোমাকে পাঠিয়ে দিতে পারতাম! তাহলে ঝগড়া করা ভুলে যেতে।
সুইটি সাথে সাথে বলল, পাঠাও। কোথায় পাঠাবে?
সাইবেরিয়ায়।
ওয়াও! কী ফ্যান্টাস্টিক জায়গা! বরফ দিয়ে আইসক্রীম বানিয়ে খেতে পারব। তোমার এই লটর-পটর মার্কা ফ্যানের বাতাস খেয়ে হাঁসফাঁস করতে হবে না।
থাকবে কোথায়? ঠান্ডায় তো নিজেই আইসক্রীম হয়ে যাবে।
পিগমীদের বলব ওদের মতো আমাকেও একটা ঘর বানিয়ে দিতে। কি যেন বলে ওদের ঘরকে।
সুইটি চিন্তিতমুখে ভাবতে শুরু করল।
ওহ হ্যাঁ মনে পড়েছে! ইগলু!
ওরা তোমার নির্দেশ শুনবে?
শুনবে না আবার! না শুনলে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলব না?
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
এ এস রিপন বলেছেন: হা..হা..হা...। ঠিকই বলেছেন -এটা পরমাণু গল্প হয়ে গেছে। সমস্যা হল অনুগল্প আছে। পরমানু গল্প হিসাবে একটা ধারা চালু করতে হবে। বড় কিছু দেখলেই বলে -এত বড় পোষ্ট পড়ি না!!! তাদের জন্য....
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
আরণ্যক রাখাল বলেছেন: নাম সুইটি হলেও মিষ্টতা নেই একটুও
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ আরন্যক রাখাল..
নামটাকে দুইভাগ করুন । আসলটা পেয়ে যাবেন?
সুই (সেলাই করার) টি মানে দি
সুইয়ের মতোই ফালঅ ফালা করা
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
Jahid hasan amily বলেছেন: Eto short!!! Ektu boro golpo chai
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৫
sunny09 বলেছেন: এত ছোট এটাতো পরমাণু গল্প হয়ে গেল