নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ উল হক আবির

সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯)

সাজিদ উল হক আবির › বিস্তারিত পোস্টঃ

বাংলামোটর মোড়ে একজন একাকী মানুষ

০৫ ই জুন, ২০১৭ ভোর ৪:১৫

বগলের তলে একখানা মুরাকামি
ঠোঁটের কোনে একখানা অদৃশ্য সিগ্রেট
ঝুলায়ে আমি ঠায় দাঁড়ায়ে আছি
দেয়ালে ঝুলানো পোস্টমডার্ন পেইন্টিং এর মত
বাংলামটরের মোড়ে।
আকাশের দিকে তাকায়ে চিন্তাভাবনা করার ভাব নেই
আসলে চিন্তাভাবনা করি না
মনে মনে হিসাব করি
কয়জনে – এই পজিশনে দেখে আমায় মনে খাইল দোলা।
.
কাকুরা, আমি জানি, সত্য এই যে –
তোমরা হাসবা জানতে পারলে এই সত্য, তবুও,
জ্যৈষ্ঠের তালপাকা গরমে
বাংলামটর সিগন্যালে ঠায় দাঁড়ানো লোকটা
থোড়াই কেয়ার করে তোমরা কি ভাবনা চোদাও – তার।
.
বরং শুনো, আমি কি ভাবতেছি।
আমি ভাবতেছি – এই রকম সাতাইশটা গ্রীষ্মের দুপুর গেল আমার জীবদ্দশায়
আর এর মাঝে আমি যা কিছু ঘটাঘটি দেখছি –
তার কতখানি সত্য আর কতখানি মেকি।
এই যে কত প্রেমিক প্রেমিকা রিকশা সিএঞ্জিতে
ল্যাপ্টায়ে যাচ্ছে একে ওপরের সাথে
এইরকম চীজ আর চিকেন প্যাটি মার্কা মাখামাখি কি
হয়নাই আমার সাথে?
সব কি ছিল মিথ্যা?
সব বিফ বেকন আর চিকেন চীজ ডিলাইট?
.
আমি চাইসিলাম, আমার প্রেমিকারা, তাঁদের
ভেতরে নারচার করা খাসলতের কুত্তাগুলিকে
বাইরে বের করে আনবে।
তারা তা করে নাই।
আমি চাইসিলাম তারা আমাকে বাপমা তুলে গালিগালাজ করুক
তারা তাও করে নাই।
তারা ভদ্রতা মারিয়েছে।
আমি চাই, তারা এখনও আমারে শাপশাপান্ত করুক
আমি জানি, তারা তাও করে না।
.
ছুঁড়ে মারা ঘৃণা নাড়াচাড়া করার থেকে
অবজ্ঞা সহ্য করা কঠিন –
এই সত্যখানি বুকে নিয়া
বাংলামটরের মোড়ে দাঁড়ানো
আমি একাকী একটা মানুষ
বাতাসে মিলায়ে যাচ্ছি না কেন বাল?
.
আরকে মিশন রোড, ঢাকা
রাত আড়াইটা

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৭:৩৩

অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: বগলের তলে একখানা মুরাকামি
ঠোঁটের কোনে একখানা অদৃশ্য সিগ্রেট
ঝুলায়ে আমি ঠায় দাঁড়ায়ে আছি
দেয়ালে ঝুলানো পোস্টমডার্ন পেইন্টিং এর মত
বাংলামটরের মোড়ে।
আকাশের দিকে তাকায়ে চিন্তাভাবনা করার ভাব নেই
আসলে চিন্তাভাবনা করি না
মনে মনে হিসাব করি
কয়জনে – এই পজিশনে দেখে আমায় মনে খাইল দোলা।
.
কাকুরা, আমি জানি, সত্য এই যে –
তোমরা হাসবা জানতে পারলে এই সত্য, তবুও,
জ্যৈষ্ঠের তালপাকা গরমে
বাংলামটর সিগন্যালে ঠায় দাঁড়ানো লোকটা
থোড়াই কেয়ার করে তোমরা কি ভাবনা চোদাও – তার।
.
বরং শুনো, আমি কি ভাবতেছি।
আমি ভাবতেছি – এই রকম সাতাইশটা গ্রীষ্মের দুপুর গেল আমার জীবদ্দশায়
আর এর মাঝে আমি যা কিছু ঘটাঘটি দেখছি –
তার কতখানি সত্য আর কতখানি মেকি।
এই যে কত প্রেমিক প্রেমিকা রিকশা সিএঞ্জিতে
ল্যাপ্টায়ে যাচ্ছে একে ওপরের সাথে
এইরকম চীজ আর চিকেন প্যাটি মার্কা মাখামাখি কি
হয়নাই আমার সাথে?
সব কি ছিল মিথ্যা?
সব বিফ বেকন আর চিকেন চীজ ডিলাইট?
.
আমি চাইসিলাম, আমার প্রেমিকারা, তাঁদের
ভেতরে নারচার করা খাসলতের কুত্তাগুলিকে
বাইরে বের করে আনবে।
তারা তা করে নাই।
আমি চাইসিলাম তারা আমাকে বাপমা তুলে গালিগালাজ করুক
তারা তাও করে নাই।
তারা ভদ্রতা মারিয়েছে।
আমি চাই, তারা এখনও আমারে শাপশাপান্ত করুক
আমি জানি, তারা তাও করে না।
.
ছুঁড়ে মারা ঘৃণা নাড়াচাড়া করার থেকে
অবজ্ঞা সহ্য করা কঠিন –
এই সত্যখানি বুকে নিয়া
বাংলামটরের মোড়ে দাঁড়ানো
আমি একাকী একটা মানুষ
বাতাসে মিলায়ে যাচ্ছি না কেন বাল?
.
আরকে মিশন রোড, ঢাকা
রাত আড়াইটা

কবিতার পুরোটাই আমার ভাললেগেছে
+++

১৭ ই জুন, ২০১৭ ভোর ৪:৪০

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ, নেতা নেহরু।

২| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দারুণ!...

আরকে মিশন রোড, রাত আড়াইটা...কে কবিতার অংশ হিসেবে মেনে নিলাম...

১৭ ই জুন, ২০১৭ ভোর ৪:৪১

সাজিদ উল হক আবির বলেছেন: মাঈন ভাই, আমার মহল্লা আপনারে থেঙ্কস দিসে। :)

৩| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩০

অপ্‌সরা বলেছেন: ভাইয়া

অনেক ভালো লাগা! :)

১৭ ই জুন, ২০১৭ ভোর ৪:৪১

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ আপু :)

৪| ১২ ই জুন, ২০১৭ রাত ১০:০৮

খেয়ালি দুপুর বলেছেন: অনেকদিন পর! কেমন আছেন? কবিতা বরাবরের মতোই ভাল লেগেছে। শুভকামনা জানবেন।

১৭ ই জুন, ২০১৭ ভোর ৪:৪৫

সাজিদ উল হক আবির বলেছেন: আসলেই অনেক দিন পর, খেয়ালি দুপুর। এই আছি বেশ। আপনিও ভালো ছিলেন, আছেন অ্যাদ্দিন - আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.