নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ উল হক আবির

সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯) ৭।শহরনামা (উপন্যাস, মাওলা ব্রাদার্স, ২০২২), ৮। মুরাকামির শেহেরজাদ ও অন্যান্য গল্প (অনুবাদ, ২০২৩), ৯। নির্বাচিত দেবদূত(গল্পগ্রন্থ, ২০২৪), ১০। দেওয়ানেগির চল্লিশ কানুন/ফরটি রুলস অফ লাভ (অনুবাদ, ঐতিহ্য, ২০২৪)

সাজিদ উল হক আবির › বিস্তারিত পোস্টঃ

কবিতা - শহরজুড়ে ব্ল্যাকআউট চাই

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১০


১। .
দশটা পাঁচটা - প্যান্টশার্ট ইন - নিউভিশন - কামলা - উইকেন্ড - মুভি - বাবারাফি - লুচুগিরি - পর্ণহাব - ফেটিস - ভ্যাবলা - তন্দ্রাচ্ছন্ন - চুল পড়ে - হঠাৎ দেখা - বাতাস - অনেক বাতাস - তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে - প্রেম - ধ্যাত্তেরি - বালের প্রেম - ফের প্রেম - কেন প্রেম - রিকশা চলে আকাশে - পাইকপাড়া মুরগীর দোকান - ১১টায় দরজা বন্ধ - ফিরতে হবে - ফিরতে হবে - ফিরতে হবে - সিএনজি ভাড়া আছে আজ? - ঈশ্বর - ঈশ্বর - ঈশ্বর ...

.
২।
নগরপিতা,
আপনার এই ব্যাস্তসমস্ত দিনে
অধমের একখানা আর্জি
আপনার শহর জুড়ে
একটি ব্ল্যাকআউটের বন্দোবস্ত করে দিতেই হবে আজ।
.
এইযে আমরা পুঁজির খপ্পরে পড়া কামলারা
নিজের পাছা বিক্রি করেই চলেছি করেই চলেছি
আপিসে মালিকের কাছে
বাসায় বাপ মা'র সেন্টি খাওয়া ডায়লগের কাছে
পাড়া প্রতিবেশীর সরকারী চাকুরী না থাকার খোঁচার কাছে
প্রাক্তন প্রেমিকাদের অবিবাহিত সুখী দাম্পত্য জীবনের কাছে
লোকাল বাসে ২ টাকা ভাড়া কম দেয়ার জন্যে
হেল্পারের গালাগালের কাছে
মাঝরাত্তিরে অ্যাকজিসঠেন-শিয়াল ক্রাইসিসের কাছে
সুমন অঞ্জন গৌতম না হয়ে ওঠার হতাশার কাছে
.
নগরপিতা,
আমার দুঃখ হয়
ব্যাথা লাগে।
.
নগরপিতা প্রেমে পড়েছি এই বুড়ো বয়সে এসে
আমার চেহারায় আগের জৌলুস নেই
মেদ জমেছে জায়গায় বেজায়গায়
চোখ কোটরে ঢুকে কালি জমিয়ে বসেছে নীচে
চুলের সিঁথির রেখা খালি হয়ে এসেছে প্রায়।
.
নগরপিতা
তাই আজ একটাই দাবী আপনার কাছে
একটিমাত্র দিন
আপনি শহরজুড়ে ঘণ্টাখানেকের জন্যে ব্ল্যাকআউট ঘোষণা করবেন।
আমি এই প্রেমটাকে শিল্প বানিয়ে ফ্রেমে টাঙ্গিয়ে রাখতে চাই।
.
সেই মর্মে, রিকশায় নয়
"রাস্তার কোন সস্তা হোটেলে বন্ধ কেবিনে বন্দী দুজনে" হয়ে নয়
কোন রেস্তোরা বা চাইনিজে নয়
জিয়া - সোহরাওয়ারদি বা শামসুন্নাহারের সামনের লাভ ট্রায়াঙ্গেলে নয়
আমি গুলিস্তানের জিরো পয়েন্টে দাঁড়িয়ে
সবকিছু উজাড় করে, আমার প্রেমিকাকে
একটি চুমু খাবো।
.
সেই চুমুতে আগুন ধরে যাবে ফাঁকারাস্তায়
ঠায় দাঁড়ানো সব বাসে
শোরুম শপিং মলের দরজা জানালার কাঁচ
সব ভেঙে হবে চৌচির
সব পানির পাম্প ফেটে রাস্তায় গড়িয়ে নামবে পানির ঢল
(অপ্রেম ও অভালোবাসা দিয়ে অনেক আগুন ধরিয়েছেন আপনারা
এবার ভালবাসাকেও একটু সুযোগ দিন তার সামর্থ্য দেখাবার)
.
তারপর - করবো আমার প্রেমিকার সাথে ঠিক সেই কাজ
গেল বসন্ত - আমাদের পাড়ার ন্যাড়া কৃষ্ণচুড়া গাছটার সাথে
করে গেল যা কিছু।
.
ঠোঁটের অযাচিত ব্যাবহার
একজীবনে করে ফেলেছি বহু নগরপিতা
এ নিয়ে বড় কষ্টে আছি
তাই, শেষ একটি প্রেমের অকাল বৈধব্য রোধে
শহর জুড়ে ঘণ্টাখানেকের ব্ল্যাকআউট
আমার বড়ই দরকার।
আমার আর্জি, আপনি রাখবেন না নগরপিতা?
.
গোপীবাগ রেলগেট
২৩ সেপ্টেম্বর ২০১৭
রাত আড়াইটা

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

কাউয়ার জাত বলেছেন: আপনি কি নিউভিশনে চাকরি করেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০

সাজিদ উল হক আবির বলেছেন: না । ওটা একটা বাস। মতিঝিল থেকে মিরপুর ১ রুটের।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

কূকরা বলেছেন: বস্তুবাদি সিসটেমের ধোকায় পড়েথাকা, নফসানি গোলামির শিকলবন্দি, একজন হতভাগ্য আত্মার বিলাপ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২

সাজিদ উল হক আবির বলেছেন: সেই একটা জাঁকালো মন্তব্য করেছেন ব্রাদার। তবে কাউকে "হতভাগ্য" তকমা দিয়ে দেয়ার আগে আয়নায় নিজের চেহারাটা একবার দেখে নেবেন, আপনার কপালেও অস্পষ্ট একটা সিল দেখা যায় কিনা। শয়তানও একসময় বড় পরহেজগার ছিল, তাই আপনাকে নিয়েও আমার বেজায় ভয়।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

জাহিদ অনিক বলেছেন: শহর জুড়ে যেন প্রেমের মরশুম আলোতে মাখা- মাখি আমার এ গ্রীণরুম কখনো নেমে আসে অচেনা প্যারাশ্যুট তোমাকে ভালোবেসে আমার চিরকুট.



ভালো। ভালো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ। আপনার গ্রীণরুমে ভালোবাসা প্যারাশুট নিয়ে নেমে আসে?

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

জাহিদ অনিক বলেছেন:










আপনার গ্রীণরুমে ভালোবাসা প্যারাশুট নিয়ে নেমে আসে? -


কি বলছেন মশাই ! শুধু কি প্যারাশুট ! জংগি বিমান, বোয়িং বিমান, হেলিকপ্টার, মিসাইল কত কি যে নেমে আসে আমার গ্রীণরুমে !!

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০১

জেন রসি বলেছেন: ব্ল্যাকআউট হলে আর মুখোশের দরকার হবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.