নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ উল হক আবির

সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯) ৭।শহরনামা (উপন্যাস, মাওলা ব্রাদার্স, ২০২২), ৮। মুরাকামির শেহেরজাদ ও অন্যান্য গল্প (অনুবাদ, ২০২৩), ৯। নির্বাচিত দেবদূত(গল্পগ্রন্থ, ২০২৪), ১০। দেওয়ানেগির চল্লিশ কানুন/ফরটি রুলস অফ লাভ (অনুবাদ, ঐতিহ্য, ২০২৪)

সাজিদ উল হক আবির › বিস্তারিত পোস্টঃ

বিরাট বিপ্লবী প্রেমের কবিতা

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২



ভাঙ্গা মন ভাঁজ করে পকেটে তুলে রাখি
ক্লান্ত চোখ মেলে দিই রাস্তায় রাস্তায়
বিড়াল পাছা চাটে মাছের চাঙড়ির পাশে বসে
কুকুর হ্যাহ্যা করে একহাতা জিভ দেখিয়ে গোশতের দোকানে
বাসের জানালা দিয়ে মাথা বার করে
হড়হড় করে বমি করে দেয়া খালাটিকে
ইদানিং মনে হয় পৃথিবীর সবচে বড় বিপ্লবী।
কিছু হজম না হওয়া খাবারতো অন্তত
বমি করে উগড়ে দিতে পারলেন তিনি!
এদিকে আমরা তো সব গিলে ফেলি।
দরকারি - বেদরকারি কথা,
ভাব-ভালোবাসা , সব।
.

পৃথিবীর সমস্ত নোংরামোর মাঝে দাঁড়িয়ে তুমি
জ্বলন্ত কয়লার একটা টুকরো
বা ফুটন্ত নীলপদ্মের মত করে।
দাঁড়িয়ে আছো অন্ধকার আকালে পৃথিবীর বুকে
হয়ে একমাত্র হেলালি চাঁদ
খুঁজেছি তোমায় আমি আছড়ে পিছড়ে
আমার না লেখা কবিতার প্রথম পংতির মত
আঁতিপাঁতি করে - শহরে বন্দরে সবখানে।
.
যারা বলে
কবিতার খাতায় কলমের কালির ফোঁটা
এনে দেয় রমণের অধিক সুখ,
তারা একবার তোমার সাথে বিছানা ভাগ করে দেখুক
তোমার শরীর জুড়ে কত অজস্র কবির কবিতা...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবিতা আমি কম বুঝি!:(

০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫২

সাজিদ উল হক আবির বলেছেন: ভালো। জীবনে জটিলতা কম হবে। : )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.