নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাম্প্রদায়িক বলছি।

আবীর রায়

আবীর রায় › বিস্তারিত পোস্টঃ

ভারত বিদ্ধেষই কি তবে দেশপ্রেম?

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

লিস্ট টা একবার একটু পরুন।মাত্র কয়েকটার নাম দিলাম।

১) যাত্রাবাড়ী ফ্লাইওভার বানিয়েছে ভারতীয় কোম্পানি সিমপেক্স ইনফ্রাস্ট্রাচার
(http://goo.gl/lKKvGn)

২) দ্বিতীয় ভৈরব সেতু বানাচ্ছে ভারতীয় কোম্পানি ইরকন ও এফকন্স। (http://goo.gl/KbXQjD)

৩) দ্বিতীয় তিতাস রেলসেতু বানানো হচ্ছে ভারতীয় কোম্পনি গ্যানোন ও এফএলসিএলকে দিয়ে। (http://goo.gl/KbXQjD)

৪) বাংলাদেশ নৌ টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে ভারত। (http://goo.gl/V9I6rE)

৫) খুলনার রূপসা নদীর উপর রেলওয়ে সেতু নির্মাণ করবে ভারতীয় প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড তুবরো |(http://goo.gl/k27SWD)

এর থেকেই বোঝা যায় উঠতে বসতে কাদের সাহায্য ছাড়া বাংলাদেশ চলতে পারে না।অথচ মুমিন বান্দারা এই নাপাক দেশের সাহায্য নিতে একটুও লজ্জা বোধ করে না। এখানে আমাদের দুটি লজ্জা।এক এসব কাঠামো তৈরি করার মত নুন্যতম যোগ্যতা এখনও হয়নি আমাদের, অর্থাৎ আমরা কত পিছিয়ে আছি প্রযুক্তি আর জ্ঞানে।দ্বিতীয়ত ভারত থেকে এত সব সাহায্য নিয়েও ওদের গালি দিতে পিছিয়ে থাকে না এরা। ভারতের তৈরি ওসব রাস্তা ঘাট কিংবা ব্রিজের উপরেই হয়ত আমরা একদিন ভারত বিরোধী মিছিল করব,একটুও লজ্জা করবে না আমাদের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.