নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে লেখার মত এমন স্পেশাল কিছু এখনও অর্জন করতে পারি নি। ভালো থাকুন সবাই,আর ভালো রাখুন চারপাশের সবাইকে।

আদিল ইবনে সোলায়মান

আদিল ইবনে সোলায়মান › বিস্তারিত পোস্টঃ

মানুষের মূল্য কত?

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১১:০৩



১০ বছরের মা মরা এক কিশোর অবহেলা পেতে পেতে একদিন তার দাদুর কাছে প্রশ্ন করল " আচ্ছা দাদু বলতে পারো আমার দাম কত?"

দাদু বিস্ময়ে অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে ঘরের মধ্য থেকে কাপড়ে মোড়ানো একটি জিনিসের টুকরা ছেলেটির হাতে দিয়ে বললেন, "এটা বিক্রির উদ্দেশ্য করে ১০ জন লোকের কাছে যাবে এবং এটার দাম জিজ্ঞেস করবে, কিন্তু মনে রাখবে ভুলেও এটা বিক্রি করবে না! "

যথারীতি ছেলেটা দাদুর দেয়া জিনিস টি নিয়ে প্রথমে এক লেবু বিক্রেতার কাছে গিয়ে এটার দাম জানতে চাইলো, লেবু বিক্রেতা বলল "এটার দাম ৪ টা লেবু, আমি তোমাকে ৪ টা লেবু দিয়ে এটা কিনতে পারি!"

ছেলেটি এবার আলু বিক্রেতার কাছে গেলো, আলু বিক্রেতা বলল "আমি তোমাকে ৫ কেজি আলু দিয়ে এটা কিনতে পারি"।

ছেলেটি এবার চাউলের দোকানদার এর কাছে গেলো সে বলল "আমি তোমাকে ১ বস্তা চাউল দিয়ে এটা কিনতে পারি"!

এবার সে একটা স্বর্ণকারের কাছে গেল, স্বর্ণকার বলল "আমি তোমাকে ২০ হাজার টাকা দিয়ে এটা কিনতে পারি!"

এবার সে ওই এলাকার সবচেয়ে বড় হীরের ব্যবসায়ীর কাছে গেলো!

হীরে ব্যবসায়ী জিনিসটা খুব সুন্দর করে বের করে তার টেবিলের উপর রেখে বিভিন্ন এংগেল থেকে ভাল করে দেখে বলল, "শোন বাবা আমি জীবন ভর ব্যবসা করে যা উপার্জন করেছি এমন কি আমার এই দোকান বিক্রি করেও তোমার এই জিনিস টি কেনার ক্ষমতা আমার নাই! আমি এর প্রকৃত মুল্য দিয়ে এটা নিতে পারব না কারণ এটা নেয়ার মত টাকা আমার এখনোও হয় নি! তার চেয়ে বরং তুমি এটা নিয়ে আন্তর্জাতিক কোন দামী ব্যবসায়ীর কাছে যাও! "

ছেলেটি অবাক হয়ে জিনিস টি নিয়ে দাদুর হাতে ফেরত দিয়ে বলল "দাদু লেবু ব্যবসায়ী ৪ টা লেবু, আর আলুর ব্যবসায়ী ৫ কেজি আলু, চাউলের ব্যবসায়ী ১ বস্তা চাউল, স্বর্নকার ২০ হাজার টাকা দিয়ে এটা নিতে চেয়েছে কিন্তু প্রকৃত এই জিনিস টি যিনি চেনেন তার কার কাছে তো এটা কেনার টাকা নাই! "

দাদু বললেন, "তোমার মূল্যটাও ঠিক তেমনি, বিভিন্ন দৃষ্টিকোন থেকে যার যার রুচির আর সামর্থ অনুযায়ী তোমার মূল্যটা ঠিক এই রকম! দামী মানুষ তোমাকে দামী মূল্যদিবে আর লেবুর ব্যবসায়ীর মত ক্ষুদ্র ব্যাবসায়ী ও দৃষ্টিভঙ্গির লোকেরা তোমাকে ক্ষুদ্র মূল্যায়ন করবে! "

তাই তোমাকে কেউ মূল্যায়ন করল আর নাই করল তাতে তুমি মন খারাপ করোনা, তোমার নিজের মূল্য ঠিক তোমার কাছেই।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩১

জুন বলেছেন: অনেক ভালোলাগা রইলো গল্পটিতে । গভীর সারমর্ম ।
+

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪৩

আদিল ইবনে সোলায়মান বলেছেন: গভীর সারমর্ম!!!! এটাই বাস্তবতা যে, প্রত্যেকে নিজের ব্যক্তিত্ব অনুযায়ী আপনার মূল্যায়ন করবে।

২| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৮

মা.হাসান বলেছেন: বড় সুন্দর বলেছেন।

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

আদিল ইবনে সোলায়মান বলেছেন: লিখেছি!!! হা হা হা

৩| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: বামদের ইমান-আকিদার অবস্থা একেবারে যা তা
সুযোগ পেলে তারা হজেও যায়

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

আদিল ইবনে সোলায়মান বলেছেন: শুটকি মহলে গরু উঠে তুলে দিলেন নাকি!

৪| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৪

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: কিন্তু আমাদের দেশে জীবনের নূন্যতম মূল্যও নেই। একটার সাথে একটা ফ্রি টাইপের অবস্থা। তবে নতুন জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এ কেবল মৃত্যুর বেলায় খাটে।

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

আদিল ইবনে সোলায়মান বলেছেন: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.