নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আসল সত্য তাহলে কোনটা?

০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৩৬

আসল সত্য তাহলে কোনটা?

জাপানের ফুজি মাউন্টেন, ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ওরা এখনো বলে, শাপলা চত্বরে হেফাজতের জমায়েতে
কাউকেই নাকি হত্যা করা হয়নি।
গায়ে রং মেখে কিছু লোক ৫ মে ২০১৩ গভীর রাতে
শুয়ে শুয়ে মজা করছিল মতিঝিলের রাজপথে।

ওরা বলতে চায়, ফ্যাসিবাদের ভয়াল ১৭ বছরে
কোন মানুষকেই নাকি গুম করা হয়নি।
শুধুমাত্র কিছু লোক ইচ্ছে করেই
পরিবার থেকে পালিয়ে গিয়ে গুমের নাটক সাজিয়েছিল।

ওরা বলে যে, ২০২৪ এর জুলাই আন্দোলনে
কাউকেই গুলি করে হত্যা করা হয়নি।
যারা মারা গেছে, যারা আহত হয়েছে,
এগুলো নাকি সবই ছিল ছাত্র-জনতার ভাওতাবাজি।

ওরা বলে, কোন ব্যাংকই নাকি লুট করা হয়নি
এদেশের কোন টাকাও নাকি পাচার করা হয়নি।
এগুলো নাকি স্রেফ মিডিয়ার অপতথ্য,
এসবের নাকি আদৌ কোন ভিত্তিই নেই।

ওরা বলে ফ্যাসিবাদেই নাকি দেশ উঠেছিল উন্নতির শিখরে
সবকিছু নাকি তখনই ছিল সুন্দর এবং স্বাভাবিক।
শুধুমাত্র ক্ষমতা কেড়ে নেওয়ার জন্যই নাকি
দেশছাড়া করা হয়েছে ওদেরকে।

আসল সত্য তাহলে কোনটা?

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: আসল সত্য শুনতে চান?
সত্য তো আপনি সহ্য করতে পারবেন না।

এই দেশের শত্রু হচ্ছে জামাত শিবির।
এরা দেশ ও জাতির ভালো চায় না। এদের পছন্দ পাকিস্তান। পাকিস্তান তাদের আব্বা। আব্বাকে খুশি করতে চায়।

০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৮

নতুন নকিব বলেছেন:



ব্যাংক লুট কারা করেছে? শাপলা চত্বরে হত্যাযজ্ঞ কারা করেছে? জুলাই ২০২৪ এ কারা গুলি করে মানুষ মেরেছে? এদেশে ফ্যাসিবাদ কারা প্রতিষ্ঠিত করেছিল?

আসল কথার ধারেকাছে না গিয়ে কীসব আবোল তাবোল বকছেন? জামায়াত শিবির নিয়ে তো এখানে কথা হয়নি। উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে পার পাওয়া যাবে না। আসল সত্য এদেশের মানুষ জানে। জানে বলেই দেশের শত্রুদের তারা দেশছাড়া করেছে। আপনি ভ্রান্তির মধ্যে আছেন।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: ওরা যাই বলুক সাধারণ মানুষ সাদা কালোর ডিফারেনস বুঝে । মানুষ এটাও বুঝে গেছে সুযোগের অভাবে সবাই সৎ ।

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯

নতুন নকিব বলেছেন:



সেটাই। সত্য কোন দিন চাপা থাকে না। সাময়িক ধামাচাপা দেওয়া যায় মাত্র। পিলখানা হত্যাযজ্ঞসহ সকল গুম হত্যার বিচার দেখতে চায় এদেশের মানুষ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: আপনি একজন ভুল মানুষ।
আপনার সব কিছু ভুল। সঠিক চিন্তা ভাবনা করার ক্ষমতা আপনার নেই।

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৭

নতুন নকিব বলেছেন:



চাঁদগাজীর অভাবে আপনি দিশেহারা, বুঝতে পেরেছি। এই কারণে হয়তো সাধারণ বিবেক বুদ্ধি কিছুটা লোপ পেয়েছে। যার ফলে এলোমেলো কথাবার্তা বলছেন। আপনার কথায় আমি কিছু মনে করছি না।

আচ্ছা, আমি কি চাঁদগাজীকে ফিরিয়ে আনার জন্য একটা পোস্ট দিব? আপনার মতামত বলুন।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:২২

সুলাইমান হোসেন বলেছেন: @কুতুব সাহেব চমৎকার কথা বলেছেন,সুযোগের অভাবে সবাই সৎ।

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৯

নতুন নকিব বলেছেন:



জ্বি, তিনি সঠিক বলেছেন। আমাদের জাতীয় চরিত্র এমনই। এখানকার বাস্তবতা এটাই।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৪

সুলাইমান হোসেন বলেছেন: @রাজীব নুরের মাথা গেছে,কোথায় কি বলতে হয় সেই জ্ঞান ও নাই

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৯

নতুন নকিব বলেছেন:



সম্ভবতঃ উনি কিছুটা হতাশার ভেতর দিয়ে যাচ্ছেন।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪৮

আলামিন১০৪ বলেছেন: ওরা মানুষ নামের কলঙ্ক, আল্লাহর বিচরের জন্য অপেক্ষা করুন

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৩

নতুন নকিব বলেছেন:



আল্লাহর বিচার থেকে রেহাই পাওয়ার উপায় নেই। ওরা নিজেদের পাপের প্রায়াশ্চিত্য করছে কিন্তু দুর্বৃত্ত চরিত্রের কৃতকর্মের জন্য এখনও মনে হচ্ছে না, মোটেও অনুতপ্ত। প্রত্যেক উদ্ধত অহংকারীর দর্প চূর্ণ করার জন্য আল্লাহ তাআ'লাই যথেষ্ট।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫০

আলামিন১০৪ বলেছেন: চাঁদগাজীর সাগরেদ রাজীবকে ব্যান করা হোক

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৫

নতুন নকিব বলেছেন:



তিনি ভুল পথে আছেন, তারপরেও তাকে ব্যান করা হোক, সেটা চাই না। তিনি সঠিক পথে ফিরে আসবেন, এই প্রত্যাশাই করি।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৩

নতুন বলেছেন: সবাইকে যেহেতু চেখে দেখেছে তাই এইবার পুরীষও চেখে দেখতে চায় কিছু মানুষ।

জামাতীরা হালাল তরিকায় দুনিতি করবে, ( যেমন হালাল তরিকায় সুদী ব্যাকিং সিসটেম চালাচ্ছে )

মামুনুল যেমন ৫০১ নং হালাল তরিকায় যায় তেমনি সবই সামনে হালাল তরিকায়ই হবে।

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৪

নতুন নকিব বলেছেন:



ইসলামী শরিয়তে ব্যাংকিং ব্যবস্থা আছে কি না- এই বিষয়ে আপনার কী ধারণা?

ইসলামী ব্যাংকিং শুধুমাত্র বাংলাদেশেই চলছে- বিষয়টা এমন না, পৃথিবীর অনেক দেশেই এটা ভালো করেছে। সব দেশেই কি জামায়াতের লোকেরা ইসলামী ব্যাংকিং পরিচালনা করছে?

মামুনুল হক সাহেব ইসলামী শরিয়তের কোন আইনটা লঙ্ঘন করেছিলেন? বিবাহের ক্ষেত্রে কাবিন/ রেজিস্ট্রি না করলে কি বিবাহ শুদ্ধ হয় না?

৯| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৩

রাসেল বলেছেন: বাস, ট্রাক, রিক্সা এর পিছনে লেখা থাকে "পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক"। কেউ জেগে জেগে ঘুমালে তাকে জাগানো যায় না। বিনা লাভে কেউ সাদাকে কালো, কালোকে সাদা বলে না।

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৪১

নতুন নকিব বলেছেন:



"পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক" - কথাটা সুন্দর। কিন্তু ফ্যাসিবাদের কবলে আদালত কুক্ষিগত হয়েছিল। আদালতের অভিধান থেকে ন্যায় ইনসাফকে বিতাড়িত করা হয়েছিল। অন্যদের দিয়ে রায় লিখিয়ে এনে আদালতে পাঠ করার মত জঘন্য ঘটনাও ঘটতো তখন।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১০

রাসেল বলেছেন: প্রাতিষ্ঠানিক আদালতে যাবার প্রয়োজন নাই, নিজের বিবেককে প্রশ্ন করলেই ভালো মন্দের উত্তর পাওয়া যায়।

০৯ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৩

নতুন নকিব বলেছেন:



ঠিক আছে। কিন্তু প্রাতিষ্ঠানিক আদালতের বিপন্ন দশার কারণেই তো "বিবেকের আদালত" কথাটা বারবার সামনে এসে যায়। তাই না?

১১| ০৯ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চাঁদগাজীর অভাবে আপনি দিশেহারা, বুঝতে পেরেছি। এই কারণে হয়তো সাধারণ বিবেক বুদ্ধি কিছুটা লোপ পেয়েছে। যার ফলে এলোমেলো কথাবার্তা বলছেন। আপনার কথায় আমি কিছু মনে করছি না।

আচ্ছা, আমি কি চাঁদগাজীকে ফিরিয়ে আনার জন্য একটা পোস্ট দিব? আপনার মতামত বলুন।

আমি দিশেহারা নই। আমি ঠিক আছি। সঠিক পথে আছি।
আমার বিবেক সব সময় জাগ্রত থাকে। এজন্য আমি মন্দ কাজ করি না। হ্যা আমার কথা বার্তা এলোমেলো হতে পারে। আমি গুছিয়ে কথা বলতে পারি না।

চাঁদগাজীকে নিয়ে লিখতে মন চাইলে অবশ্যই লিখবেন। তবে লেখার আগে ওজু করে নিবেন।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৬

মাথা পাগলা বলেছেন: শাপলা চত্বরে যে লাখ লাখ মানুষ মারা গেছে তাদের পরিবার-পরিজনরা এখন কোথায়?
আয়নাঘরে যারা গুম হয়েছেন তাদের পরিবার-পরিজনরা কোথায়?
জুলাই আন্দোলনের পর কত জন মানুষ মব জাস্টি - সহিংসতায় মারা গেছে, সেটা জানেন কি?
পিলখানার হত্যাযজ্ঞ নিয়েও এই রাজাকার সরকার কোন দালিলিক প্রমাণ দেখাতে পারেনি।

জুলাই আন্দোলনের প্রথম দিকে ১০~১৫ জন ছাত্র মারা গিয়েছে, যার দায়-ভার পুলিশের। হাসিনা পলায়নের আগ পর্যন্ত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ৭০০ জনের মতো মানুষ মারা গেছে। থানা ডাকাতি করবে, পুলিশ খুন করবে তাদেরকে আদর-আপ্যায়ন করা উচিত ছিলো।


বিগত ২ বছরে ফ্যাসিস্ট তো নাই, আমি তো দেখি এখন দেশের অবস্থা আরও খারাপ। গত ২ মাসে ৭~৮ জন হিন্দুকে পরিকল্পনা মাফিক মারা হয়েছে। আরও হয়তো মরেছে যার খবর হয়তো ভাইরাল হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.