| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমাদ ইশতিয়াক
কুয়াশা ভেজা কোনো এক রাত শেষের ভোরে প্রান্তর ভেজানো শিশিরে, আমি জন্মেছি, কারো স্বপ্নে বিভোর ঘুম জড়ানো কন্ঠে জল পেতেছি দৃষ্টির আড়ালে। জোসনা ভেজা রাতে চন্দনের ঘ্রাণে ভোরের শিউলিও থমকে ছিলো খানিকটা। মৃদু হাওয়ার স্পন্দনে বকুল ফুলের নেশা আমায় গ্রাস করেছিলো শুভ্র আবহে। ঘরের এককোনে অনাদরে মলিন হওয়া তারপুরার বেদনার সাথে কেনো যেনো বন্ধুত্ব ছিলো শতাব্দী ধরে। চিঠির কালি শুকিয়ে পড়তো জলেশ্বরীর জলপদে। শ্রাবণের সন্ধ্যার বর্ষণের পানে আমি কতোকাল চেয়েছি। তরুণীর ভেজা চুল আকাশের স্বপ্নের শরৎের বিকেল কাশফুলের শুভ্রতা লুটতো আমাকে সঙ্গী রেখে। কারো স্বপ্নে, এক ফোঁটা নিঃশ্বাসে, হয়তো একটুখানি তৃপ্তিতে আমি দিনশেষে ফুরিয়ে যাবো মহাকালের বুকে। হয়তো স্বপ্ন ভিড়বে কুয়াশায়, বকুলের ঘ্রাণে, শ্রাবণের বর্ষনে!
সত্যজিৎ রায়ের পরবর্তী ছবিতে যারা অভিনয় করতে আগ্রহী তাঁরা জলদি সত্যজিৎ রায়ের সঙ্গে যোগাযোগ করুন।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
আহমাদ ইশতিয়াক বলেছেন: হা হা হা
২|
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: !
৩|
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন: From old newspapers
৪|
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কত সালের পেপারকাটিং?
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
আখামুরহ বলেছেন: ফান পোস্ট!