নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
পৌষের মেলা বসবে, প্রতিবারই হয় বিস্তর প্রান্তর জুড়ে,
আমার দুরন্তপনা গুলো থলেতে করে আর সেখানে যাওয়া হবেনা।
ঘটা করে আর শোনা হবেনা জটা ফকিরের গান।
শ্যামগুরু দিলেম দক্ষিণা ,
তুলিয়া নিলেনা,
চাইলাম যা কিছু কিছুই তো দিলেনা।
রাত পুরাণে মধু মায়া।
প্রভাত সিঁদুরে বিষাদ ছায়া,
দেখে কজন , বোঝে ক'জনা,
চাইলাম যা কিছু কিছুই তো দিলেনা।
আমার আশঙ্কার নদী বাঁশের সাঁকোতে জলহীন সুনশান।
আকাশে লাল টিপ জেগেছে, সন্ধ্যা পূজার সময় শেষ
সাঁঝের কোল ঘেঁষে বসে আছি, তোমার ধুপের প্রতিক্ষায়।
নিরীহ আমার দিন
জল ডোবার কল্পলোকে।
পুরনো সে শ্লোক
আধার রাতের বর্ণ বাঁকে।
নিরবে গান ধরা বিবাগী সময় বসে আছে এখনো ঢোল বাদ্যের ডালা নিয়ে
একটু মাধুকরী চাই।
যে চোখে এত শীতলতা দুঃখরা কি গানে পায় ঠাই।
পড়ে থাক বিলুপ্ত খরা -পথিকের পথ জুড়ে,
আমাদের দিনলিপি মিশে থাক কালের খেলা ঘরে।
ঊষর প্রান্তরে শূন্যতার বন্দনায়,
রাতজাগা কথাগুলো মোহময় কবিতায়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । ভাল থাকবেন।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতায় মুগ্ধতা!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মুগ্ধতায় আমি ও মুগ্ধ হলাম । ধন্যবাদ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৮
বিজন রয় বলেছেন: কেবল চোখ বুলিয়ে গেলাম। আবার আসতে হবে।
+++++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: অপেক্ষায় থাকলাম আপনার ফেরার। ভাল লাগল। শুভ কামনা রইল।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৫
জনৈক অচম ভুত বলেছেন: কবিতায় চমৎকৃত হলাম। ভাললাগা রইল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগার আবেশ কবিতার আঙিনা আলোকিত করে গেল।
ভাল থাকবেন ।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩
কল্লোল পথিক বলেছেন: অনবদ্য কবিতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন কবি।
কবিতায় অনেক ভাল লাগা রেখে গেলাম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
মাহবুবুল আজাদ বলেছেন: কাঙ্খিত উৎসাহ বরাবরই আমাকে অনুপ্রেরণা জোগায়।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন কল্লোল ভাই।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭
আরজু পনি বলেছেন:
হুমায়ূনের নুহাশ পল্লীর মতো একটা নিজের ডেরা বানাবো...তারপর সেখানে আমার পছন্দের কবিদের দাওয়াত দিব কবিতা উৎসবের জন্যে...আর তাতে আপনি অবশ্যই থাকবেন ।
আপনার কবিতা পড়ে আমার এই অনুভূতি হলো...এটাকে অনটপিক মন্তব্য কেমন করে বলি ? অথচ কবিতা পড়েই এমনটি মনে হয়েছে ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
মাহবুবুল আজাদ বলেছেন: উৎসাহ এখানে সীমাহীন। অনেক অনেক ভাল লাগা রইল।
হুমায়ূনের নুহাশ পল্লীর মতো একটা নিজের ডেরা বানাবো...তারপর সেখানে আমার পছন্দের কবিদের দাওয়াত দিব কবিতা উৎসবের জন্যে...আর তাতে আপনি অবশ্যই থাকবেন । অতিমাত্রায় সন্মানিত বোধ করছি।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এটি অনেক উচুমানের লেখা। ভালো লেগেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় আন্তরিক শুভেচ্ছা জানবেন,।
অনেক অনেক অনুপ্রেরণা দিয়ে গেল আপনার মন্তব্য।
ভাল থাকবেন
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ +++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
মাহবুবুল আজাদ বলেছেন: কান্ডারি ভাই খুবই ভাল লাগল আপনাকে দেখে। অনেক অনেক ধন্যবাদ।
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ, শুভ কামনা রইল।
ভাল থাকবেন।
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
জেন রসি বলেছেন: সময় চলে যায়। হারানো সময়ের মায়া থেকে যায়।
সুন্দর কবিতা।
++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জেন রসি
ভাল থাকুন নিরন্তর হাসি আর আনন্দ নিয়ে।
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২
উল্টা দূরবীন বলেছেন: অনবদ্য। কবিতা খুব ভালো লেগেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উল্টা দূরবীন
ভাল লাগা জানবেন ।
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
পাগলাগরু বলেছেন: দারুন লাগলো
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় আনন্দিত হলাম, ভাল থাকবেন।
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
সুমন কর বলেছেন: আপনার কবিতা সবসময় সুন্দর !! এবারও হয়েছে।
১০ম প্লাস।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই। যথারীতি অনেক অনুপ্রেরণা পেলাম।
ভাল থাকবেন।
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: একবার হয়ে যাওয়া দুঃখ গুলোও আক্ষেপ জাগায়। একসময় তা সুখ মনে হয়। অতীত দিনে ফিরে যাওয়ার একটা উপায় থাকলে ভালো হতো। আমার মনে হয় কবিতা তেমনি একটা মাধ্যম। নিমেষেই ঘুরে আসা যায় স্মৃতির ডেরায়। কবির। কিন্তু কবিরা কখনো পাঠকের মন জগতে উঁকি দিতে পারে না। এ বড় কষ্টের।
কবিতায় আলাদা ভাবে কি বলবো। দারুণ। +
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: অতীতে ফেরার কি উপায় ভাই? থাকলে হয়তো সে যাত্রার মিছিলে আমিও সামিল হতাম।
কবিরা পাঠকের মনে উকি দিতে পারেনা তা পুরোটা সত্যি না। অনুভূতির অঙ্ক যেখানে মিলে যায় সেখানে মানুষ নিজেকে খুঁজে পায়
বা কল্পনা করে নেয়। আর তা না হলে কবির চোখেই কিছু আবেগ জুড়ে নেয় নিজের জন্য।
অনেক ভাল লাগল আপনার মন্তব্যে।
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
মাহবুবুল আজাদ বলেছেন: হাসান ভাই খুবই উৎসাহিত হলাম আপনার উপস্থিতিতে।
ভাল থাকবেন ।
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সুন্দর মোহাবিষ্ট কবিতায় অনেক অনেক ভাল লাগা!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক অনেক ভাল লাগা।
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার ভাললাগা কবিতা । কবিতাটা যেন বয়ে চলেছে কোমল শব্দ চরণে...
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগার রেশ ছড়িয়ে গেল আপনার কথাগুলো।
অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
তার আর পর নেই… বলেছেন: প্রতীক্ষার অবসান হোক
এত শীতলতার চোখ ও আর্দ্র হয়ে উঠুক
শূন্যতার বন্দনা না হয়ে পূর্ণতা স্থান পাক
.কবিতা খুব ভাল লাগছে! + + +
.
আরজুপনি আপনাকে দাওয়াত করবে শুনে আমার খুব হিংসা লাগতেছে। আমার জন্য একটু সুপারিশ কইরেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: আহা কি সুন্দর করে মন্তব্য করলেন, তাতে তো আমারই হিংসে হচ্ছে।
যাই হোক অনেক অনেক ভাল লাগা রইল।
সুপারিশ-
১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: "পড়ে থাক বিলুপ্ত খরা -পথিকের পথ জুড়ে,
আমাদের দিনলিপি মিশে থাক কালের খেলা ঘরে।
ঊষর প্রান্তরে শূন্যতার বন্দনায়,
রাতজাগা কথাগুলো মোহময় কবিতায়।" ভালো লাগা!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রূপক বিধৌত সাধু শুভ কামনা রইল ।
২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো ।++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২
মাহবুবুল আজাদ বলেছেন: এই ভাল লাগা কবিতাকেও ছুঁয়ে গেল আর প্রাণ দিয়ে গেল। অনেক ধন্যবাদ নীলপরি/।/।/।
২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১
আবু শাকিল বলেছেন: কবিতায় এক রাশ মুগ্ধতা । কবিতা সাজগোজ এবং শব্দমালা ভাল লেগেছে।
কবিতায় ১৫তম লাইক আমার
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই।
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল সুপ্রিয় প্রামানিক ভাই।
আন্তরিক শুভ কামনা জানবেন।
২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কাব্যে গানে স্মৃতিতে স্বপ্নে এক অসাধারন কাব্য।
একরাশ মুগ্ধতা ++++++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মুগ্ধতার সুবাতাস ছুঁয়ে গেল কবিতার পাড়াগাঁয়।
অনেক অনেক শুভ কামনা, ভাল থাকবেন।
২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
মৃদুল শ্রাবন বলেছেন: আপনার কবিতা পড়ে নষ্টালজিক হয়ে গেলাম।
অনেক অনেক ভাললাগা রইলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা রইল।
ভাল থাকবেন, অনেক অনেক ভাল - হাসি আর আনন্দ নিয়ে।
২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল।
অনেক শুভকামনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনি মনে হয় প্রথম বার আসলেন আমার ব্লগে। যাইহোক শুভ কামনা রইল। হ্যাপি ব্লগিং।
২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
রিপি বলেছেন: বাহ দারুন ! অনেক শুভকামনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮
মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা রইল রিপি।
ভাল থাকবেন।
২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,
রাতজাগা কথাগুলো আসলেই মোহময় ।
রাত জেগেছেন বলেই ( পোষ্ট প্রকাশের সময় ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১ ) মোহময় হয়েছে কবিতার লাইনগুলো ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
মাহবুবুল আজাদ বলেছেন: আহমেদ ভাই আপনার কমেন্টটা সবচেয়ে ব্যাপক লাগল।
অনেক অনেক ধন্যবাদ।
২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা দারুণ । অনেক ভাল লাগা রইল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: সব সময় পাশে থেকে উৎসাহ প্রদানের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার মাহমুদুর রহমান সুজন
২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক ভালো লেগেছে...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগার আনন্দ কবিতার আকাশ আলোকিত করে গেল।
অনেক অনেক ধন্যবাদ।
৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: ঘোরলাগা শব্দগুচ্ছ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর । বেশ ভাল লাগল আপনাকে দেখে।
৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
জুন বলেছেন: দেখে কজন , বোঝে ক'জনা,
চাইলাম যা কিছু কিছুই তো দিলেনা
আসল কথা হলো এটাই মাহবুবুল আজাদ । পনির মত কল্পনা করে নিলাম
+
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু, মনে হচ্ছে আপনি এসে লেখাটার পূর্ণতা দান করে গেলেন।
৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩
নেক্সাস বলেছেন: পড়ে থাক বিলুপ্ত খরা -পথিকের পথ জুড়ে,
আমাদের দিনলিপি মিশে থাক কালের খেলা ঘরে।
আহ কি বলবো?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই , আমার জন্য সদা অনুপ্রেরণার জোয়ার আপনি।
ভাল থাকবেন , শুভ কামনা রইল।
৩৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
নেক্সাস বলেছেন: মেলা্য আসেন না? আসলে ফোন দিয়েন
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: ওকে অবশ্যই ফোন করব। আশা করি দেখা হবে।
৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৫
চাঁদগাজী বলেছেন:
এই মহাকালের এক সেকেন্ডার জন্য বুদ্ধিমান মানব জাতির উদয় হয়েছিল; তা আবার মিশে যাবে চিরতরে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক গভীর একটা কথা।
৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২
অলওয়েজ ড্রিম বলেছেন: আমার আশঙ্কার নদী বাঁশের সাঁকোতে জলহীন সুনশান।
কবে যে সাবালক হব, কবে কবিতা বুঝব, জানি না!
সামনের সাহিত্যআড্ডায় আসেন। পোস্ট দিয়েছি। আপনার পুরানো ফোন নাম্বার বন্ধ। নতুনটা দেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: ওরে ভাই কিযে বলেন, বেশি উপরে উঠিয়ে দিলেন। যাক অনেক অনেক ধন্যবাদ।
দেখা হচ্ছে ইনশাহাল্লাহ।
৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
মুসাফির নামা বলেছেন: অসাধরণ।++++++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই ভাল লাগল আপনাকে দেখে, কেমন আছেন?
মন্তব্যে মুগ্ধতা।
৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০
পাওলী ব্যানার্জী বলেছেন: ভাল কবিতা । তবে এক প্যারা ইটালিক এবং অন্য প্যারা স্বাভাবিক এমন কেন ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লাগায়। এটা করা কারণ একটু আলাদা গুরুত্ব দেয়ার জন্য।
৩৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮
রেইড ইন স্কাই বলেছেন: শ্যামগুরু দিলেম দক্ষিণা ,
তুলিয়া নিলেনা,
চাইলাম যা কিছু কিছুই তো দিলেনা। জীবন দর্শন, খুব ভাল লাগল।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৩৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
মনিরা সুলতানা বলেছেন: খুব ভালো লাগলো লেখায় ++++
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
ভাল থাকবেন ।
৪০| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
নুরএমডিচৌধূরী বলেছেন:
শ্যামগুরু দিলেম দক্ষিণা ,
তুলিয়া নিলেনা,
চাইলাম যা কিছু কিছুই তো দিলেনা।
রাত পুরাণে মধু মায়া।
প্রভাত সিঁদুরে বিষাদ ছায়া,
দেখে কজন , বোঝে ক'জনা,
চাইলাম যা কিছু কিছুই তো দিলেনা
ভাল লাগার শিরষঃে
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:০৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চৌধুরী ভাই। ভাল লাগল আপনাকে দেখে।
ভাল থাকবেন।
৪১| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নিরীহ আমার দিন
জল ডোবার কল্পলোকে।
পুরনো সে শ্লোক
আধার রাতের বর্ণ বাঁকে। ’’------------------ কবি ! এত সুন্দর করে লিখেছেন যে আমি ক্ষুদ্র ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না --- অনন্য কবিতায় মুগ্ধতা --------
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:০৯
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক দিন আপু আপনাকে দেখালাম । খুবই ভাল লাগল, অনেক অনেক উৎসাহের ছোঁয়া দিয়ে গেল আপনার কথা।
ভাল থাকবেন আপু ।
৪২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৩:২৯
রুদ্র জাহেদ বলেছেন: স্নিগ্ধ সুন্দর।অনবদ্য-অসাধারন কবিতা
+++
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:১০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র জাহেদ । কেমন আছেন?
সতত শুভ কামনা রইল।
৪৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:২৭
সায়ন্তন রফিক বলেছেন: সুন্দর।
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন , শুভেচ্ছা রইল।
৪৪| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬
খোলা মনের কথা বলেছেন: ভাল লাগল। সুন্দর হয়েছে। ++
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন ।
শুভেচ্ছা রইল।
৪৫| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:১২
মাহমুদা আক্তার সুমা বলেছেন: বিবেচনা করে মন্তব্য করার সাহসও নেই আমার। অনবদ্য।
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: আয় হায় কিযে বলেন,। অনেক ভাল লাগল আপনার মন্তব্যে।
ভাল থাকুন সব সময়।
৪৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩২
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগা রইল আপনার জন্য সুপ্রিয় সায়েম ভাই। ভাল থাকবেন , ।
৪৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:২৭
ইয়েলো বলেছেন: অসাধারণ।শিরোনাম জটিল
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইয়েলো।
ভাল থাকবেন হাসি আর আনন্দ নিয়ে।
৪৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: আমার আশঙ্কার নদী বাঁশের সাঁকোতে জলহীন সুনশান।
আকাশে লাল টিপ জেগেছে, সন্ধ্যা পূজার সময় শেষ
সাঁঝের কোল ঘেঁষে বসে আছি, তোমার ধুপের প্রতিক্ষায়।
অসাধারণ পরিবেশ, অাবহ।
মুগ্ধ!
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:১১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল সুপ্রিয় ব্লগার বিজন রয়।
সব সময় পাশে থেকে উৎসাহ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ।
৪৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২
আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগলো।
+
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । খুবই ভাল লাগল আপনাকে আমার ব্লগে দেখে, আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।
৫০| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৭
আমিই মিসির আলী বলেছেন: অনিয়মিত ছিলাম ব্লগে।
এখন থেকে নিয়মিত থাকবো ব্লগে।
পাশে আছি আপনাদের।
ধন্যবাদ।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: শুভ কামনা রইল।
৫১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২২
শায়মা বলেছেন: আমার ধারণা নিঝুম রাত আর ঝুম দুপুর মানুষকে বেশি নস্টালজিক করে তোলে।
১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: কথা সত্য।
ভাল থাকবেন আপু।
৫২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮
বিজন রয় বলেছেন: ভাই নতুন লেখা দিন।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: হয়না আর লেখা আসেনা।
আমি অপেক্ষায় আছি আমার লেখার ।
৫৩| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৬
বিজন রয় বলেছেন: এক মাস আগে এই পোস্ট।
আজ ২৩.০৩.১৬, এবার নতুন পোস্ট চাই।
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৯
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা
যাই হোক আপনার আন্তরিকতায় মুগ্ধ না হয়ে পারা গেল না।
লেখা হবে ।
৫৪| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভলোলাগা জানিয়ে দিলাম।
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ কবি হাফেজ আহমেদ
৫৫| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১
কালনী নদী বলেছেন: এই কবিতাটা আমার প্রিয় হয়ে থাকবে সারাজীবন!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০
মাহবুবুল আজাদ বলেছেন: এটা আমার জন্য অনেক সন্মানের বিষয়।
ভাল থাকবেন, আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
৫৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
গেম চেঞ্জার বলেছেন: দারুণ লিখেছেন। (+)
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০
মাহবুবুল আজাদ বলেছেন: শুকরিয়া ।
৫৭| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৪
বিজন রয় বলেছেন: কতবার বললাম নতুন লেখা দিন।
তবুও................??
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: দিচ্ছি আর দেরি নেই
৫৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লাগা কবিতা আবার পড়তে এলাম।
আবার মুগ্ধ হলাম।
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজশ্রী
৫৯| ২১ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৯
রুহুল গনি জ্যোতি বলেছেন: ভাল রাগলো। তবে এত হতাশা কেন?
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: কবিতার আবেগ।
৬০| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:২১
বিজন রয় বলেছেন: আচ্চা। এবার নতুন লেখা দিন।
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৬
মাহবুবুল আজাদ বলেছেন:
৬১| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:০৭
মহা সমন্বয় বলেছেন: রাতজাগা মোহময় কবিতার কথাগুলো ভাল লাগল।
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ
৬২| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শুভাশিস রইল।
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৯
মাহবুবুল আজাদ বলেছেন:
৬৩| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
৬৪| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
নতুন পোস্ট দিন।
৬৫| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: ঘটা করে আর শোনা হবেনা জটা ফকিরের গান - চমৎকার বলেছেন।
আমার আশঙ্কার নদী বাঁশের সাঁকোতে জলহীন সুনশান - এটাও।
কবিতায় ২৬তম 'লাইক'।
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৬৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯
বিজন রয় বলেছেন: আপনি তাহলে আর নতুন পোস্ট দিবেন না!!!!
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৮
মাহবুবুল আজাদ বলেছেন: কাল থেকে আশা করি আমাকে পাবেন ব্লগে নিয়মিত । অবশ্যই পোস্ট দিব, আলস্য কাজ করে কি যে করি।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: অনেক ভাল লাগল। +++++++