নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
অসম কাথার উষ্ণতা বিবাদী সময় ঢেকে, আমি এক রাজ্য হতাশা মুছতে চলেছি,
একটু একটু সুতো দিয়ে আবার বাধছি ঘর বাবুই পাখির সংসারে।
দিনের আলোয় ঘরে ফেরা ভুলে গিয়েছি,
ভুলে গিয়েছি সূর্য ডোবা জানালার গ্রিলটার শীতল স্পর্শ ।
রাতের আকাশ আধারের বিশালতা,
আর হাজার তারায় আমিও সাধারন জীবনের মত মুগ্ধ নয়নে চেয়ে থাকি,
এক বিবশ ঘোরের মাঝে।
দুরন্ত সময়ের কাঁটা,
ছেঁড়া সুতোয় বাধতে গিয়ে বার বার অসময়ের পাড়ায় পথ ভুলে আবারো হাঁটি এলোমেলো।
বুকের মিনারে স্বপ্ন বিন্দু শিশির, জল ছবি হয়ে মিশে থাকে অবশেষ দেয়াল জুড়ে।
আমি পথ খুঁজি এক পালক তুল্য সুখের পথ, তাতেই আমার হবে,
কখনো মনের পাহারা ভেঙ্গে, কখনো চোখের দৃষ্টি পাতায়,
আমি খুঁজি অবিরাম এক পথ।
শুয়ে থাকা বিছানার সঙ্গ, জন্মের জল, ক্ষুধার হাহাকার,
জলে পুড়ে অবসন্ন দেহ, দিশেহারা অলস ভাবনার খনিতে।
অকারন ব্যাস্ততার শেষ নেই, তবুও সুপ্ত স্মৃতির
এক রশ্মি কখন যে উঁকি দিয়ে যায় হেলায় হেলায় যার কোন শেষ নেই।
দুয়ার থেকে নদী, জানালা থেকে অসীম শূন্যতায় এক অস্থির মোহ,
আমায় ডাকে প্রতিদিন।
কখনো ঘুমিয়ে থাকি,
কখনো ঘুমের অভিনয়, সময় যেমনি হোক আমি এক পরিচিত স্পর্শ খুঁজি,
বুকের পাঁজর ভেঙ্গে চুরমার, শুধু একবার শুধু একবার,
সকাল থেকে রাত, বৈশাখ থেকে চৈত্র আমি অনাগত সে স্পর্শের অপেক্ষায়,
তুমি কি জানো, এক জলন্ত সুপ্ত অগ্নি শিখা আমি বয়ে চলেছি।
মেঘ থেকে ঘুমের সীমানায়, জেগে ওঠা ভোর থেকে অস্তিত্বের ঈশান আঙিনায়
চলছি অবিরত শুধু এক ফোটা অশ্রু বেচব বলে,
কোথাও কোন হাত নেই,ছুঁয়ে দেয়ার একটা আঙুল নেই, এক ফোটা অশ্রু নেবে তুমি,
জীবনের বদলে একটু না হয় সদাই করলে, আজন্ম তোমার কবিতা হয়ে রব,
শুধু শব্দ গুলো রেখো আমার জন্য, রাখবে তো?
ছবিঃ ইন্টারনেট
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
রেইড ইন স্কাই বলেছেন: এক্সেলেন্ট ভাইয়া।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
মাহবুবুল আজাদ বলেছেন: থ্যাংকস।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুধু মনে রেখ-এই আমাকে।
এভাবে বললে কি ভুলে থাকা যায়।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
জুন বলেছেন: রাখতেই হবে মাহবুবুল আজাদ। এমন করে বলছেন যখন
কথার মিষ্টতা আর মাধুর্যই মানুষকে মানুষের কাছে আনে। সেটাই রয়েছে আপনার কবিতার পরতে পরতে।
অনেক ভালোলাগা রইলো।
+
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
কেমন আছেন?
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১
মিথী_মারজান বলেছেন: চমৎকার!
খুব ভালো লাগলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা অবিরাম।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
বেদনার নীলে নীলাকাশ যেন
উড়ে চলছে তাতে একটি চাতক
ও ভালোবাসা তারে ছুঁয়ে দাও
বুকে জড়িয়ে নাও।
তার পিপাসার হোক অবসান
তুমি না হয় করিলে দান
একফোটা ভোরের শিশির
ওতে বেঁচে যাবে চাতকের প্রাণ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ শুভ কামনা রইল সেলিম ভাই।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
মাহমুদুর রহমান বলেছেন: খুবই সুন্দর।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: অফুরন্ত ভাল লাগা জানবেন ।
ভাল থাকবেন।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
ইব্রাহীম আই কে বলেছেন: আমি কবিতা হয়ে থাকতে চাইনা, তোমার ডায়েরীর পৃষ্ঠায় আবদ্ধ থাকতে চাই
সুন্দর উপস্থাপনা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা জানবেন।
জীবন হোক আনন্দের অপর নাম।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
রাকু হাসান বলেছেন:
। বেশ কিছুদিন পর আপনার কবিতা পেয়ে ভালো লাগলে । এর মাঝে আপনার ব্লগে উঁকি দিয়েছিলাম । কোনো নতুন কবিতা আসছে কিনা । আজ পেলাম ভালো লাগছে ।
কাব্যে বাস্তবতা ও ব্যস্ততা খুব নিপুন উপস্থাপন । । শেষে কবিতায় বিরহও অসাধারণভাবে তুলে ধরা । কবিতাটিতে কোনো আলাদা স্তবক নেই । শেষ দিকের ও প্রথম দিকের বেশ কিছু লাইন বেশি মুগ্ধতা দিয়েছে । একটু বেশি লেখার অনুরোধ রেখে যাচ্ছি
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
মাহবুবুল আজাদ বলেছেন: লেখা তো অনেক জমে আছে। গুছিয়ে পোস্ট করার মত সময় পাইনা।
এনিওয়ে আপনার উৎসাহ অনেক প্রেরনা যোগায়। কৃতজ্ঞতা।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
হৃদয় ছোঁয়া কাব্য
ভাললাগা অনেক অনেক
++++++++++++++
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল লাগা অফুরান।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯
মনিরা সুলতানা বলেছেন: এতটা'ই অনুনয় আবেগ আবেশ !!
কেউ কি অবহেলা করতে পারে ?
চমৎকার ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা আপু ঠিকই বলেছেন। এনিওয়ে অনেক অনেক শুভ কামনা।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,
জীবনের এলোমেলো ভুল পথের সবটুকুই কি আর বাঁধা যায় ছেঁড়া সুতোয় ! স্বপ্নের শিশির বিন্দু , অলস ভাবনা , আকাশের তারাদের এক সুতোয় বাঁধা যায়না ! তারা কেবলই টুপটাপ খসে পড়ে অশ্রুর মতো ।
কবিতায় ভালো লাগা ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্য বরাবর ই অনেক অনুপ্রেরণা দিয়ে যায়।
অফুরন্ত শুভেচ্ছা।
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
সুমন কর বলেছেন: কারো কবিতা হয়ে থাকাটা বিশাল ব্যাপার...............আপনি ভাগ্যবান হয়ে যেতে পারেন !!
ভালো লিখেছেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার বলেছেন সুমন ভাই।
প্রতিটা দিন সুন্দর হোক।
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা সুপ্রিয় প্রামানিক ভাই।
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
চাঙ্কু বলেছেন: এত শব্দ দিয়ে কি করবেন? এত কিছু থাকতে খালি শব্দ খোজেন। আফসুস
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা ইন্টারেস্টিং ,
বড়ই আফসুস।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ। অনেক ভাল লেগেছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় সুজন।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৫
শিখা রহমান বলেছেন: চমৎকার!! মনের মাঝে ঝমঝমিয়ে মাদল বাজিয়ে গেলো সুন্দর শব্দমালা।
একরাশ ভালোলাগা ও শুভকামনা কবি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: আপ্নার রিনিঝিনি মন্তব্য
কবিতার আঙ্গিনায় উচ্ছলতা দিয়ে গেল।
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩
আরজু পনি বলেছেন: কি যে সুন্দর লিখেন!!!
একেবারে ডুবে যাই আপনার কবিতার মাঝে!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: আহ শেষ পর্যন্ত এক পশলা বৃষ্টি এল আমার ব্লগে।
কেমন আছেন আপু। আশা করি সব সময় অনুপ্রেরণার ছায়া হয়ে থাকবেন।
২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
শামছুল ইসলাম বলেছেন: বুকের পাঁজর ভেঙ্গে চুরমার, শুধু একবার শুধু একবার - কী ভীষণ আবেদন ।
তারপরে লাইন গুলোও অনেক অনেক আবেদনময় ।
অসাধারণ, আবেদনময় একটি কবিতা ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক দিন পরে আপনাকে দেখলাম। কেমন আছেন?
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য শুভ কামনা।
২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাই।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০
মাহবুবুল আজাদ বলেছেন: ভালবাসা অফুরন্ত ।।
ভাল থাকুন নিরন্তর ।
২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
সামিয়া বলেছেন: আমাদের জীবনটা ঘুরে ফিরে এইই একই রকম-------------
কবিতায় ভালোলাগা----
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১
মাহবুবুল আজাদ বলেছেন: সুপ্রিয় সামিয়া, অনেক দিন পরে আপনাকে আমার ব্লগে পেলাম,
ভাল লাগল বেশ।
২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
মলাসইলমুইনা বলেছেন: বিউটিফুল ! অনেক ভালোলাগা কবিতায় |
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
আপনি আমার জন্য এক অনুপ্রেরণার উৎস।
২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
বিজন রয় বলেছেন: আপনার শব্দগহীনে ডুব দিয়ে গেলাম।
আমি এমন লিখতে পারি না, এত সুন্দর করে!
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা কি যে বলেন।
পারেন পারেন, অবশ্যই পারেন।
২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬
আরজু পনি বলেছেন: চেষ্টা করছি নিয়মিত থাকতে।
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
চিটাগং এক্সপ্রেস বলেছেন: এত সুন্দর করে বললে কেউ কি কথা না রেখে পারে