নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

মোহিনী তরঙ্গ তলায়, কোলাহল, শুধুই ডেকে যায়

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫


কখনো বলিনি রোদ, ভরে তোল প্রতিটি ছায়াকূপ অনিচ্ছার বাণে।
তবুও কে শোনে কার কথা,
তীরে ভিড়েছে তরী একঝাক বুনোহাঁস নিয়ে,
সাদা পালকের দল, কোলাহল জুড়ে জলের ঘর করছে এলোমেলো।
শহরের পথ সুপ্ততাপে আলতা মুছে যায়,
দেখেনি নবীন বৌ, ভাবেনি কখনো এমন ও হয়।

কাঁখের কলসিতে তো কভু চোখের পাপড়ি ডোবেনি,
তবে বুনোহাঁস গুলো কি সত্যি কাঁদার অঙ্কুরে ঘুমিয়ে ছিল।
ডাক নামে ডাকছি, গানের ঝর্ণা তলায়, তাপের প্রেম,
গ্রীষ্ম কথনে গ্রাম ছেড়ে যাচ্ছে নগরে।

আমার হাঁটাপথ ক্রমশ মলিন খামের ঠিকানা হয়ে যাচ্ছে,
ধুলোবালিতে আমার নিঃশ্বাস নষ্ট হয়না, আমি আসব
কেয়ার কাটায় শিষ তুলে, আবারো মায়াপথ ধরে
মৃদু ঢেউ মাখা মোহিনী পুকুর ঘাঁটে কোন এক পূর্ণিমায়।




ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ২৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

শিখা রহমান বলেছেন: আপনার কবিতারা বড্ড ঘোর লাগায়। কখনো তো বলিনি কবি, নেশা দাও কবিতায়, শব্দের গ্লাসে।

আমার শহরে রাত নামছে। কবিতা পড়ে ঘর পালাতে ইচ্ছে করছে। এমন কবিতা লেখা খুব অন্যায়, খুব খুব অন্যায়।

একরাশ মুগ্ধতা আর ঘোরলাগা!! শুভকামনা কবি।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন:
আপনার শহরে রাত নামছে

নামুক রাত, নিথর শব্দের আঁচল নিয়ে, হোকনা শুরু তাই আঁচল হীন সন্ধ্যা দিয়ে,
মুড়ে থাক ঘরে ফেরার তাড়া নাকের লজ্জা কাঁপনে,
নিঃশ্বাসের নগরে পালানোর পথে ঠোঁটে লেগে থাক লাল আভার এক চিলতে খুশি।
আপনার জন্য :)

২| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

ফারিহা নোভা বলেছেন: অনেক সুন্দর লিখছ ।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: :P প্রিয়

৩| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর।

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা জানবেন ।

আন্তরিক কৃতজ্ঞতা রইল।

৪| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২

মোস্তফা সোহেল বলেছেন: দারুন কবিতা!খুব ভাল লাগল।

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

ভাল থাকুন নিরন্তর।

৫| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই।

হাসি আনন্দে কাটুক দিনগুলো, শুভ কামনা ।

৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

জাহিদ অনিক বলেছেন:





চমৎকার কবি
কাঁখের কলসিতে কোথায় অত জল-
ডুবিয়ে দেয় পদ্মের অধর!

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: আহ


বলেছেন যা , মুগ্ধ লাগা।

৭| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর লেখা !!
ভালোলাগা কবিতা ।

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা রইল।

৮| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

শাহারিয়ার ইমন বলেছেন: ঘোর লাগানো মাথা নষ্ট কবিতা

০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

মাহবুবুল আজাদ বলেছেন: উৎসাহের জোয়ার বয়ে গেল ।

আন্তরিক ভাল লাগা জানবেন।

৯| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: অপূর্ব !

" ................ আমি আসবো ,

কোটায় কোটায় শীষ তুলে, আবারো মায়া পথ ধরে,

মৃদু ঢেউ মাখা মোহিনী পুকুর ঘাটে কোন এক পূর্ণিমায়। "

কবিতা একরাশ মুগ্ধতা।


শুভ কামনা প্রিয় কবি কে।


০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক মুগ্ধতা আপনার জন্য।


কবিতার আঙ্গিনা আলোকিত করে গেলেন।


১০| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর একটা কবিতা পড়লাম। + +
"গানের ঝর্না তলায়, তাপের প্রেম" - খুবই চমৎকার একটা বর্ণনা!

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা।

আপনি এক বিশাল অনুপ্রেরণার নাম।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

মলাসইলমুইনা বলেছেন: মাহবুবুল আজাদ,

Speech is great, silence is greater -Thomas Carlyle

কবিতার অসম্ভব ভালোলাগা বোঝাতে আমি মহত্তর মৌনতাকেই বেছে নিলাম । ব্রিলিয়ান্ট !
তারপরেও যদি কিছু শুনতে চান তাহলে জেনে রাখুন কিছু বলতে চাইলে আপনার এই কবিতা নিয়ে আমি প্রিয় গল্পকার শিখা রহমানের ওপরের মন্তব্য কপি করতাম। এই কবিতা সম্পর্কে তার থেকে বেশি ভালো করে কিছু বলা যাবে না ।
অনেক ভালোলাগা কবিতার ঐন্দ্রজালিকতায়।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই আপনাকে অনেক টা পরিবারের মানুষ মনে হয়।

কোথায় যেন এক আত্মার টান অনুভব করি। এমন এক অনুপ্রেরণা থাকে আপনার কথায় যার কোন না কোন প্রভাব থাকবেই আমার উপর।

১২| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১১

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ,




বেশ একটা কবিতা হয়েছে কবিতাটি ।
প্রথম স্তবকটাতো পথের মতোই সারাক্ষন হেটে হেটে এক স্বস্তির ঠিকানায় নিয়ে যাবার মতো । পথের শেষে রাতের অন্ধকার
আবার জোছনা ডেকে আনবে বলে চোখের পাপড়িতে বসত গেড়েছে ।

আসলেই সুন্দর হয়েছে ।


০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: এক রাশ মুগ্ধতা।


কবিতার আঙ্গিনায় আপনার বিচরন নতুন কুঁড়ির জন্ম দিয়ে যায়। চিন্তা আপনার উর্বর জমিন আর শব্দ সেখানে এক বিশাল বটবৃক্ষ।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা আপনার জন্য।

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

ভাল থাকুন নিরন্তর।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

নীলপরি বলেছেন: বাহ । খুব ভালো লিখেছেন ।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: ভালো লাগা অফুরান প্রিয় নীলপরি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.