নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ইট বালির শহরে, ফাল্গুন/বসন্ত খুজে ফিরে শহুরে বাবু, বাসন্তি রংয়ের শাড়ি আর কবিতা গল্প উপন্যাসে...শিমুল পলাশ আজ গাছে নেই বসে আছে পার্কের কোণায় অথবা ফেসবুক টুইটারে..ওরে পাগলা, বসন্ত উপলব্দির উপভোগের প্রকৃতিতে হারিয়ে যাওয়ার..চলে আয় গ্রামে..অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে..
এই মাত্র ডেকে উঠল টুনটুনি, চড়ুই চোখের সামনে দিয়ে গেল ফুরুৎ করে উড়ি,কত পাখির কত ডাকাডাকি, কেউ বলতে হয় নি, বুজে নিয়েছি বসন্ত এসে গেল!
ফুল ফুটোক আর না ফুটুক এই সান্ত্বনা বাণী দিয়ে আর কত এক তলা দু তলা গুনবিরে বাবু!! অসমান ছিন্ন হবে বসন্তের সোদা গন্ধে সিক্ত হবি নাকো..
বললে তো বিশ্বাস করবি না রে বাবু, বসন্তে কাক ও গান গায়....! দৃষ্টি না রে বসন্ত বুজতে হলে দরকার হবে দৃষ্টিভঙ্গি ৷ চল না প্রকৃতিতে হারিয়ে যায়...প্লিজ..কম্পিউটার বন্ধ করে একটু বের হ..হারিয়ে যা..কুড়িয়ে নে..পুড়িয়ে যাবে না কো লুপে নেওয়া ক্ষণ, জুড়িয়ে যাবে মনো প্রাণ..
©somewhere in net ltd.