নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

"এখন যে গানটি গাইব তা আমার প্রাণপ্রিয় বন্ধুদের উৎসর্গ করা, সত্যি বন্ধু তোদের অনেক মিস করব, দেখা হবে বন্ধু কারণে আর অকারণে....!" চোখের জল আর ধরে রাখতে পারলাম না, হুহু করে কেঁদে উঠল সবাই....... :(

০৫ ই মে, ২০১৫ দুপুর ২:২৯

আবারো অশ্রুসিক্ত হলো হৃদয়, যারা আমাদের বিদায় দিয়েছিল, আজ তাদের বিদায়,

গত বছর অর্থনীতির আট-নয় ব্যাচ আমাদের বিদায় দিয়েছিল, সে এক অদ্ভুত মুহূর্ত, মনে হচ্ছিল চোখ ডুকরে সব জল এক্ষুণি বেরিয়ে পরবে, আমি সকাল আট'টায় ঘুম থেকে উঠে বসে আছি, আইবিএস পবলেমের কারণে ডাক্তার আমাকে টেনশন করতে নিষেধ করেছিল, আমি এমিলিন, এনডেভার ঔষুধ খেয়ে বসে আছি, মাথা থান্ডা রাখতে হবে, অতিরিক্ত আবেগে জড়ানো যাবে না,


সাড়ে এগারোটায় সমাজ বিঞ্জান অডিটোরিয়ামে গিয়ে পৌছলাম, ইচ্ছে করে লেট করে গেছি, মনে হচ্ছিল গাছের সব পাতা এক্ষুণি ঝড়ে পরবে, পৃথিবীর কোলাহল এখনি থেমে যাবে, পৃথিবীটা ঘুমোট হয়ে আসছে, ব্লগে লগ ইন করলাম কিছু লেখার জন্য, একটা ওয়ার্ডও বের হচ্ছে না,


বন্ধরা অলরেডি কয়েক শত ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করে পেলেছে, সবার কেমন যেন উদাস উদাস চাহনি, মুখে মুখে কালো মেঘের ছায়া, পাঞ্জাবীর সুনাম করে করে সবাইকে একটু একটু উজ্জীবিত করার চেষ্টা করছি, গল্প কথক বশির আজ গল্প বলছে না, চারদিকে শুধু বিদায় বিদায় রব, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উদাও, যাগাইছে অন্তরীক্ষে হৃদয় স্পন্দন, আধারের বক্ষপৃষ্ঠে তারার ক্রন্দন......হে বন্ধু বিদায়,


একটু আগে আট-নয় ব্যাচের তৌহিদুন নবী একটা স্ট্যাটাস দিয়েছিল, "সময় এসেছে বলবার বিদায় ৷" আজ তাদের বিদায় অনুষ্ঠান, আমি তাকে কবি ডাকতাম, আমাদের বিদায়ের দিন সে খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে করতে উপস্থাপনা করেছিল, একটু পর সে মোবাইলের আলোতে ইশারা দিয়ে একটা ডায়রী হাতে দিল, কিছু লেখার জন্য, বুকের ভিতর হাহাকার করে উঠল, তবুও হাসি মুখে যা লেখলাম তার সারমর্ম, বিদায় বলতে কিছু নেই, দেখা হবে বন্ধু কারণে অকারণে, দেখা হবে ফেসবুকে ৷


আমরা মাস্টার্স পরীক্ষার আগে দু মাস সবার জন্মদিন খুব ঘটা করে মুরগি ফলাও খেয়ে কাটিয়েছি, আমারও সবাইকে আলু মুরগী খাওয়ানোর কথা ছিল, পকেটে তখন টান টান অবস্থা, টিউশনি, ক্ষেপ সব বন্ধ, ওদের আর খাওয়ানো হলো না, ঐ টাকা হলের বিদায় অনুষ্ঠানের জন্য বরাদ্দ করলাম, কখনো মনে হয় নি মাস্টার্স পরীক্ষা দিচ্ছি, দু দিন পর পর হলে এক এক বন্ধুর ট্রিট, বিকেল নাস্তাও সবাই এক সাথে করতাম,অদ্ভুত এক ইউনিটি, এর আগে সাবাই মিলে কক্সবাজার-সেন্টমার্টিন গিয়ে তিনদিন ট্যুর দিয়ে আসলাম, আবেগ আরো ঘনীভূত হতে লাগল, আমার বেড লাক, পুরো সময়টা আমাকে আইবিএস পবলেমের কারণে পেটের পীড়ায় ভুগে কাটাতে হলো, তবু ও বলছি, ঐ সময়গুলো আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল,


এত এত পোগ্রামের মধ্যে রেগ ডে'র কথা তো ভুলেই গেছি, সেই রং এক সপ্তাহ গায়ে লেগেছিল, বন্ধুত্বের রং, সেই টি শার্টগুলো ড্রয়ারে যত্ন করে রেখে দিয়েছি, সেই ক্রেস্টগুলো ও, সেদিন জুলন ধর স্যারের একটি কথা এখনো কানে বাজে, "আমি আমাদের সময়কার পোগ্রামগুলোর ছবি সব সংগ্রহ করে রেখেছি, মন খারাপের সময় ঐ ছবিগুলো দেখি, মন ভালো হয়ে যায় ৷"


ফিরে যায় বিদায় অনুষ্ঠানে, সকালে সবার মুখে যে মেঘের কালো ছায়া দেখেছিলাম, হঠাত করে সব বৃষ্টিতে রূপ নিল, যখন আমাদের বন্ধু শিল্পী রিয়াদ হায়দার আমাদের উদ্দেশ্য করে বলছিল, "এখন যে গানটি গাইব তা আমার প্রাণপ্রিয় বন্ধুদের উৎসর্গ করা, সত্যি বন্ধু তোদের অনেক মিস করব, দেখা হবে বন্ধু কারণে আর অকারণে....!" চোখের জল আর ধরে রাখতে পারলাম না, হুহু করে কেঁদে উঠল সবাই.......

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৩:০৬

আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংকঃ Click This Link

২| ০৬ ই মে, ২০১৫ রাত ১:০০

আবদুর রব শরীফ বলেছেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিউজ লিংকঃ Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.