নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বৈশিষ্ট্যগুলো অনেকটা মিলে গেলে আপনি মধ্যবিত্ত,'আমরা আমরাই..তো' :P

০৭ ই মে, ২০১৫ রাত ১১:১৮

মধ্যবিও পরিবারের যারা ছেলেঃ

-নিজের টাকায় পড়ালেখার খরচ চালাতে হয় ৷

-অনেকটা স্বাধীন ৷

-কেউ স্কুল কলেজে দিয়ে আসে না ৷

-দেশ দেখা হয় না ঘুরে ৷

-পকেট খালি হয়ে যায় যখন তখন ৷

-ফ্যামিলির কথা চিন্তা করতে হয় সব সময় ৷

-বাবার কাছে টাকা চাইতে বিবেকে বাধে ৷

-স্বপ্ন একটা ভালো চাকরি ৷

-চেহারায় প্ররিশ্রম আর টেনশনের ভাব ৷

-যে পোশাক ঘরে পরি তা দিয়ে মনের মানুষের সাথে
দেখা করা ৷

-টয়লেট সাবান দিয়ে ফেসিয়াল করা ৷

-এক ব্লেটে তিনবার শেভ করা ৷

-মোজা থাকে ফাটা বাট জুতা চকচকে ৷

-সেন্টু গেন্জি পুরানো হলেও শার্ট ফিটফাট ৷

-ভাইবার আগে বন্ধুদের থেকে আইটেম ধার নেওয়া ৷

-বেল্ট থাকবে একটা বা দু টা ৷

-ঘন ঘন জব পরীক্ষা দেওয়া তো অসম্ভব ৷

-পরীক্ষার আগে বন্ধুকে নিজের টিউশনি ধার দেওয়া ৷

-ফকির দের দশ টাকা দিতে তিনবার চিন্তা করতে হয়
বাট দিলটা মাগার অনেক বড় আমাদের ৷

-প্রাইভেট গাড়িতে কাওকে দেখা মানে আজব
চিড়িয়া দেখ যেন ওরা অন্য গ্রহের জীব ৷

-অবিরাম মাইলের পর মাইল হাটা ৷

-রাত ঘুমে কবিতা লেখতে ইচ্ছা করা ৷

-মান সম্মান বজায় রেখে চলা ৷

-সিগারেট তিন জন ভাগ করে খাওয়া ৷

-বেশী সুন্দরী নয় বাট একটা ভালো মেয়ে খোজা ৷

-চাইনিজ রেস্টুরেন্টের নাম মুখস্ত করা কালে ভদ্রে
ডুকলে ও মন খারাপ করে বের হওয়া ৷

-বোনের বিয়ে নিয়ে টেনশন ৷

-পেট ভরে খেয়ে বাসা থেকে বের হওয়া যাতে পকেট
সেভ থাকে ৷

-মোবাইলের বালি পরিস্কার করা ঘনঘন ৷

-মোবাইল চুরি হলে মাথায় হাত ৷

-প্রাণখুলে আড্ডা দেওয়া ৷

-বন্ধুর অসুখ হলে দৌড়ায় যাওয়া ৷

-জীবনটাকে বুজতে শিখা ৷

-পিছুটান কে জয় করতে থাকা ৷

-আরো কত কি ৷!

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে,

ম্যাক্সিমাম যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি নিশ্চিত আমাদের মত, আমরা আমরাই তো...

পূর্ব লেখার লিংকঃ Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৫ রাত ২:২৮

মহাকাল333 বলেছেন: প্র্রায় সবগুলোই মিলে যাচ্ছে আমার সাথে।সুন্দর পোষ্ট। ধন্যবাদ আপনাকে ।

০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:২৪

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ৷ :)

২| ০৮ ই মে, ২০১৫ সকাল ১১:৪০

লিংকন১১৫ বলেছেন: হুম ..... :( আসলে মধ্যবিত্ত দের যেমন কষ্ট আছে ঠিক তেমনি সুখ আছে

০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:২৫

আবদুর রব শরীফ বলেছেন: একদম... ৷ :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.