নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ডিয়ার ছাত্রলীগ, ইহা বঙ্গবন্ধুর আদর্শ হতে পারে না!! :(

২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৯

আমার অর্থনীতির বন্ধু শাহীন, ফাস্ট ইয়ারে সে স্বপ্ন দেখেছিল অনার্সে উঠলে একটা ল্যাপটপ কিনবে, এভাবে সেকেন্ড/থার্ড/ফোর্থ ইয়ারে অল্প অল্প করে টিউশনির কিছু টাকা জমিয়েছিল ল্যাপটপ কিনবে বলে, কিন্তু ভাইয়ের কোচিং, ফ্যামেলিতে টাকা পাঠানোসহ নানা জামেলার কারণে মাস্টার্স পাস করার পরও তার ল্যাপটপ কিনা হয় নি, এগুলো আমাদের গল্প, জীবনকে খুব কাছ থেকে দেখার গল্প, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ভিতরের গল্প,


আমার জীবনে আমার এক মামা একটা ল্যাপটপ ইয়ুজ করতে দিয়েছিলেন, তাকে কখনো ভুলব না, সেই ল্যাপটপের হাতে খড়ি, আর আমার দাদা একটা মান্দাতার আমলের কম্পিউটার দিয়েছিলেন সেটা দিয়ে চালিয়েছি সব কর্ম, একটি আপডেট ল্যাপটপ কিনার অনেক দিনের স্বপ্ন তা আজও পূরণ হয় নি, আমার মত এমনি গল্পগুলো কমপক্ষে নব্বই পার্সেন্ট স্টুডেন্টদের,


গতকাল চঃবিঃ সংবাদে একটি নিউজ দেখছিলাম, অনেকের নাকি ল্যাপটপ খোয়া গেছে, সত্য মিথ্যা জানি না, বঙ্গবন্ধুর একটি কথা মনে পড়ছে, "সাত কোটি বাঙ্গালীর সাত কোটি কম্বল, আমারটা কই!?" আপনারা এমন একটি মহান নেতার আদর্শের রাজনীতি করেন, যদি কারো ল্যাপটপ খোয়া গিয়ে থাকে ফিরিয়ে দিন,


একটি ল্যাপটপ শুধু একজন ছাত্রের জন্য একটি কম্পিউটার নয়, একটি স্বপ্ন, অনেক আবেগ অনুভূতির ফলস্বরূপ, প্রতিদিন গোসল না করলে ও ল্যাপটপের বালি ওয়াশ করতে থাকি আমরা, কত যত্ন করে তাকে ডয়ারে রাখি, এত কষ্টের আদরের জিনিস মেরে কেউ কখনো সুখী হতে পারবে বলে মনে হয় না,


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনৈতিক ইস্যু নিয়ে আমি কখনো লেখি না, আজ লেখলাম, মানবিকতার দৃষ্টি কোণ থেকে লেখলাম, আমার ল্যাপটপ খোয়া গেলে আমারও চোখের জল বের হত..

পূর্ব লেখা লিংকঃ Click This Link

আরেকটি লিংকঃ Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ রাত ৯:১২

শব্দযোদ্ধা বলেছেন: আসলেই ভাই ঠিক কথা বলেছেন। একজন মধ্যবিত্ত ছেলে যখন অনেক কষ্ট করে টাকা জমিয়ে কোন মুল্যবান জিনিষ কেনে তখন সে জিনিষটা খোয়া গেলে কত অশ্রু ঝড়ে তা আপনার লেখা পড়ে নতুন করে আবার বুঝতে পারলাম।

২৪ শে মে, ২০১৫ রাত ১:৩০

আবদুর রব শরীফ বলেছেন: ত্রিশ চল্লিশটা ল্যাপটপ খোয়া গেছে শুনছি, তা ও আবার সহপাঠির হাতে... :(

২| ২৪ শে মে, ২০১৫ সকাল ৯:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ল্যাপটপগুলো কারা নিয়েছে ??

২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:০৫

আবদুর রব শরীফ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.