নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমাদের মহানায়ক, " অনন্ত জলিল ৷" সেলুট টু ইয়ু !

২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:৩২

কথায় আছে "যে ফুল নিন্দে সে ফুল পিন্দে", তার প্রমাণ অনন্ত জলিল..

যেখানে সাকিব খালের বর্তমান পারিশ্রমিক ত্রিশ লাকের নিচে সেখানে অনন্ত জলিলকে ষাট থেকে সত্তর লাখ টাকা দিতে রাজী প্রযোজকরা, কোটি টাকার নিচে কোন ছবিতে সাইন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন,

আসলেই অসম্ভবকে সম্ভব করায় অনন্ত জলিলের কাজ, এক সময় তাকে নিয়ে কত হাসি ঠাট্টা করতাম, আই এম ফ্রম ঘাঘানা বলে বলে,অনন্ত জলিল বললেই নাক সিটকাত সবাই,

বিনোদন প্রতিদিন কে একবার অনন্ত জলিল বলেছিলেন, " কে কী বলল তা নিয়ে মাথা ঘামালে ভালো কাজ করা যায় না ৷" একবার বর্ষাকে এক পাবলিক রেস্টুরেন্টে তার অভিনয়ের মান নিয়ে টিটকারি করে অনেক অপমান করেছিলেন, যা ভার্চুয়ালে অনেক বেশী বিতর্কের জন্ম দিয়েছিল,


বাঙ্গালীর সমালোচনায় অদ্ভুত জাদু আছে, লোহাকে সোনা বানিয়ে পেলে, তারপর ঐ সোনার পিছনে দৌড়ে,


ভার্চুয়ালে যখন আহনাফকে বাচাতে ইভেন্টের পর ইভেন্ট তখন দুই লাখ টাকা নিয়ে একমাত্র এগিয়ে এসেছিলেন পর পর সাতটি হিট ছবির রিয়েল(ব্যক্তিগত জীবনে ও) নায়ক অনন্ত জলিল,


১২ বছরের পটুয়াখালির ছেলে সুজন সুজন Chyious Ascites নামে একটি জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন দেশে তার চিকিৎসা সম্ভব ছিল না, যখন কেউ এগিয়ে আসেন নি তখন রিয়েল হিরো হিসেবে এগিয়ে এসেছেন অসম্ভবকে সম্ভব করার এই মানুষটি,
ভিসা, পাসপোর্ট এবং ইন্ডিয়া যাওয়ার যাবতীয় খরচ দিয়ে দেন,


সম্প্রতি ‘সেভ দ্য স্মাইল’ নামক একটি সংগঠনের আয়োজনে কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় গরিব, দুস্থ ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। অনন্ত জলিলকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে সেই অসহায় মানুষ। এ সময় একজন পঙ্গু তার সংগ্রহ করা অনন্ত জলিলের সব ছবি আর পোস্টার পকেট থেকে বের করে দেখায়। এসময় অনন্ত জলিলও আবেগাপ্লুত হয়ে পড়েন। এ নিয়ে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সবসময়ই চেষ্টা করি সমাজের অসহায়, গরিব, দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর। আমি সাধুবাদ জানাই “সেভ দ্যা স্মাইল’কে”।


অনন্ত জলিল একমাত্র নায়ক যার গার্মেন্টস পাহারা দেওয়ার জন্য শ্রমিকরা উল্টো পাহারা দেয়, কিছুদিন আগে একটি খবর দেখছিলাম, এক মহিলা গার্মেন্টেসের বাথরুমে সন্তান প্রসব করেছিল, এমন শোষক শ্রেণির মালিকের দেশে অনন্ত জলিল গর্ভবর্তী মহিলাদের বিনা পরিশ্রমে তিন ঘন্টার পারিশ্রমিক দেন, মাসে দু হাজার টাকা বিশেষ ভাতা এবং মাতৃত্বকালীন চার মাস ছুটির দু মাসের টাকা অগ্রীম দিয়ে দেন, অসম্ভবের দেশে অনেক কিছু সম্ভব করছেন তিনি,



এছাড়া এতিম খানা অমুক সমুক তো আছেই, বলে শেষ করা যাবে না, ডিয়ার সমালোচক সমালোচনটা বুজে শুনে করুন, অন্যের দোষ ত্রুটি না খোজে নিজেরটা খুজুন, একজন অনন্ত জলিলের মত মানুষ হবেন এই প্রত্যাশায় শেষ করছি ৷

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৯

জহিরুল ইসলাম কক্স বলেছেন: অনন্ত জলিল একজন সত্যিই
নায়ক। আই লাইক হিম

২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:৪২

আবদুর রব শরীফ বলেছেন: ওনার সম্বন্ধে স্টাডি করে আমিও ওনার প্রেমে পড়ে গেছি... :)

২| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৮

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন:

২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: হাহা :#)

৩| ২৫ শে মে, ২০১৫ রাত ১২:৪২

আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংকঃ Click This Link

৪| ২৫ শে মে, ২০১৫ রাত ১:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: সত্য কথা। ফানি হইলেও ভালো মানুষ। আই লাইক হিম টু। :)

২৬ শে মে, ২০১৫ রাত ১:০১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, সেটাই.....

৫| ২৫ শে মে, ২০১৫ রাত ১:১৪

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: লেখাটার জন্য ধন্যবাদ।

২৬ শে মে, ২০১৫ রাত ১:০২

আবদুর রব শরীফ বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.