নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
মসজিদ থেকে ওয়াজ শুনে আসলাম, হুজুরের কিছু কথা খুব ভালো লেগেছে,
সালাম দেওয়া সুন্নত...
কিন্তু,
সালামের উত্তর নেওয়া ওয়াজিব...
অনেক মানুষকে সালাম দিলে প্রতিক্রিয়া,
-হুমমমমমম,
-ফ্যাল ফ্যাল করে চাহিয়া থাকে,
-সোজা হাটা শুরু করে,
-মাথা নাড়ায়,
এমন ভাব যেন, আপনি ভৃত্য উনি আপনার মালিক, উনারা মনে করে উনারা একটা কিছু হয়ে গেছে আর আপনি নিম্নে রয়ে গেছেন তাই সালাম মান্য গন্য করতেছেন এমন,
সত্যি কথা কি, ব্যবহারে বংশের পরিচয়, তখন মনে হয়, বংশ থেকে আদব কায়দা শিখে আসে নাই,
সুতরাং,সুন্দর করে সালামের উত্তর দিন, দেওয়ার চেয়ে উত্তর দেওয়াটা বেশী গুরুত্বপূর্ণ ৷
সবাই আমার জন্য দোআ করবেন, আমিও আপনাদের জন্য দোআ করব ৷
©somewhere in net ltd.