নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আবারো জেগে উঠছে প্রতারণার আরেক নাম এমএলএম!

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০৩

আমার মতো জীবনে অনেকে কম বেশী এম.এল.এম করে ধরা খেয়েছেন, অনেকে এটাকে দুই হাত, চার হাত, ষোল হাত ব্যবসা নামে চিনে,
.
এম.এল.এম কে ডাইরেক্ট সেলিং মার্কেটিংও বলা হয়, ওদের প্রথম যুক্তিটা এমন, আপনি দোকান থেকে যখন একটি ফ্যান কিনেন সেটির উৎপাদন খরচ যদি ১০০০ টাকা হয় তা উৎপাদনকারী>পাইকারী>বিজ্ঞাপন>খুচরা বিক্রেতা হয়ে আপনার কাছে পৌছাতে ১৫০০ টাকা লাগবে
.
কিন্তু এমএলএম ব্যবসায় মধ্যসত্ত্বভোগী নেই, মানুষ টু মানুষ ব্যবসা, ওই ১০০০ টাকার ফ্যান ১১০০ টাকার বেশী হওয়ার কথা না, বাহ! বেশ ভালো, এমন সিস্টেম যেন ব্যবসার আশীর্বাদ...
.
বুদ্ধি মার প্যাচটা অন্য জায়গায়, এমএলএম ব্যবসা নেটওয়ার্কিং সিস্টেম, একটা প্রোডাক্ট বিক্রয় হলে মাশাল্লাহ তা থেকে নাতী>পতি>খন্তি>কোদাল সবাই কমিশন পেয়ে থাকে, কেউ কেউ পিএসডি,ডাইমন্ড,ক্রাউনসহ কোটি টাকার পুরস্কার পায়, এই টাকা কি মালিকের শ্বশুড় বাড়ি থেকে আসে?
.
বিশ্বাস করুন, যে নাইজেলা ডেসটিনি ৬০০০ টাকা বিক্রী করত তার থেকে ২৭৫০ টাকা লাভ করা হতো টিমকে কমিশন দেওয়ার জন্য, ভিতর ভিতর হিসেবগুলো তো বাদ দিলাম, ভোক্তা/গ্রাহক কি পেল? আন্ডা আর মূলো...
.
রিসেন্টলি বাংলাদেশে কিছু এমএলএম আবারো কাজ শুরু করেছে, তো এক বড় ভাই আমাকে একদিন মোবাইলে রিং দিয়ে বলে পড়ালেখাতো শেষ এখন কি করছ? আমি বললাম বেকার, ওনি বলল, আমার জন্য চাকরির ব্যবস্থা করতেছে, তাড়াতাড়ি শহরে এসে ওনার সাথে দেখা করতে, তারপর চিরচেনা অফিসগুলোতে নিয়ে গিয়ে আবার ব্রেইন ওয়াশ করতেছিল, শুনে হু হা করে চলে আসলাম, মনে মনে বললাম, ডাবু মাথা বেল তলায় একবারি যায়
.
কিন্তু ধারণাটা ভুল, নেড়া বেলতলায় বারবারও যায়, অফিটাতে দেখলাম লোকে লোকারণ্য, তিল ধারণ করার জায়গা নেই,টেবিল-চেয়ার মুখোমুখি হয়ে বুজাচ্ছে তো বুজাচ্ছে, আরেকটি প্রতিষ্ঠান মোবাইল ইলেকট্রনিকস বিক্রীর জন্য অনুমোদন পেয়েছে....এভাবে চলছে ভোক্তাদের ভুলিয়ে ফুলিয়ে গলাকাঁটা ব্যবসা....চলবে.... এর শেষ কোথায়? আমরা এত শর্ট টাইম মেমোরি লুজ কেন?
.
এক ভাইকে জানি সে যুবকে ভালো একটা টাকা ধরা খেল, ডেসটিনিতে ও বিশাল একটা ধরা খেল তবুও তার শিক্ষা হলো না, এখন আবার এমএলএম নিয়ে দৌড়াদৌড়ি করতেছে একে বলে মোটিবেশন, বুজাতে গেলে সম্পর্ক খারাপ হবে জাস্ট, যারা ধোঁকা খেয়েও শিক্ষা হয় না তাদের ধোঁকা খেতে দিন..!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: যারা ধোঁকা খেয়েও শিক্ষা হয় না তাদের ধোঁকা খেতে দিন..!

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮

আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ...। :)

২| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:২৭

রাজীব বলেছেন: বেইল্যা বারবার বেল তলায় যায়।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: এখনতো তাই দেখছি...। :)

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: এম এল এম প্রতিষ্ঠানের বিবরণ:
১. রাস্তার নেড়ী কুকুর = এম এল এম প্রতিষ্ঠান
২. রাস্তার নেড়ী কুকুরের লেজ = এম এল এম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা
৩. রাস্তার নেড়ী কুকুরের লেজে যারা খাটি ঘি মাখে = এম এল এম প্রতিষ্ঠানের কর্মী দল

এই তিনটি মাধ্যমই সমান দায়ী ও ঘৃণার পাত্র হওয়া উচিত তাহলে হয়তো এদেশ এম এল এম হতে মুক্ত হতে পারবে, সবাইকে ধন্যবাদ ।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:১৪

আবদুর রব শরীফ বলেছেন: মন্দ বলেন নি ব্রো....

৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:৪৫

নতুন বলেছেন: ঐ প্রতিস্ঠান সম্পকে তাদের পন্য সম্পকে বিস্তারিত লিখুন।

মানুষকে কিছু দুস্টমানুষ ভুল বোঝাইতেছে। আমাদের উচিত তাদের সত্য জিনিসটা বোঝানো।

তাহলে অনেকেই বুঝতে পারবে। আর কিছু আছে অতি লোভী তারা অবশ্য সব সময়েই টাকার গন্ধ পেলেই দৌড়াবে।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:০৩

আবদুর রব শরীফ বলেছেন: সব এমএলএম প্রতিষ্ঠান আমার জানা মতে একই খুরে মাথা কামানো, তাই বললাম না.... :)

৫| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:২৬

আহসানের ব্লগ বলেছেন: বাংলাদেশে সঠিক বৈধ সৎ উদ্দেশ্য এর এমএলম প্রতিষ্ঠান পাবেন না ।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৪

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক তাই, তবে এমএলএম সিস্টেমটা খারাপ না!

৬| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৯

মহান অতন্দ্র বলেছেন: সচেতনতা মুলক পোস্ট ভাল লাগল।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৫

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য....৷

৭| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮

আনোয়ার ভাই বলেছেন: যে দেশে মাত্র ৫ টাকার কালী জিরা কিনে গুষ্ঠিশুদ্ধ খাওয়া যায় সেই দেশে কালীজিরার ইংরেজি নাম নাইজেলা দিয়ে ৬ হাজার টাকা নিত ডেসটিনি । বিচিত্র সেলুকাস !

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৬

আবদুর রব শরীফ বলেছেন: এই বিষয়টি বুজাতে চেয়েছি মূলত...ধন্যবাদ ৷

৮| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সচেতনা মূলক পোস্ট।++++

ঠাকুরমাহমুদ বলেছেন: যারা ধোঁকা খেয়েও শিক্ষা হয় না তাদের ধোঁকা খেতে দিন..!

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৭

আবদুর রব শরীফ বলেছেন: ওরা ধোঁকা খাচ্ছে সাথে নিকট আত্মীয়দের ও খাওয়াচ্ছে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.