নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

\'একজন একজনকে শেখাও ৷\'

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

৮২ লাখ পুরুষ, ২২ লাখ নারীসহ মোট ১ কোটি ২ লক্ষ মানুষ ফেসবুক ইয়ুজ করে যা দেশের জনসংখ্যার প্রায় ষোল আনার এক আনা,
.
তাদের মধ্যে প্রায় অর্ধেক মানুষ রেডিও মুন্না(৪৬ লক্ষ) সহ কিছু জনপ্রিয় পেইজ ফলো করে,
.
অসংখ্য মানুষ ব্লগের সাথেও রিলেটেড কিন্তু ব্লগ নিয়ে বলবো না কারণ ব্লগের লেখার মান যথেষ্ট উন্নত,
.
প্রত্যেক ফেসবুক ইয়ুজ কারী যখন কোন স্ট্যাটাস দেয় তখন তা তার লিস্টে যদি এক হাজার ফ্রেন্ড থাকে তাদের কাছে যায়, আবার কেউ লাইক করলে তা জ্যামেতিক হারে ছড়িয়ে যায় খুব দ্রুত,
.
মূল কথায় আসি, ফ্রাঙ্ক লিউব্যাক ১৯৩৯ সালে ভারতবর্ষে একটি জনপ্রিয় শিক্ষা আন্দোলন প্রবর্তন করেছিলেন, তা হলো 'একজন একজনকে শেখাও ৷'
.
তখন 'নাই টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম? যুগ চলছিল,
.
হাওয়া বদলেছে, দিন পাল্টাইয়া গেছে, 'একজন হাজার/লক্ষ জনকে শেখাও ৷' নামক শিক্ষা আন্দোলন চাইলে আমরা গড়ে তুলতে পারি,
.
আসুন আমরা,
-কেমন আছ?
-ভাল লাগছে না
-হাংকি পাংকি
এসব লেখা না লিখে প্রত্যেকে নিজে যা জানি সেটা অন্যকে জানিয়ে 'একজন আরেকজনকে শেখাও' আন্দোলন গড়ে তুলি,
.
বই পড়া এবং বই পড়ে শিখার মধ্যে অনেক পার্থক্য আছে, শেষটিতে ইচ্ছা শক্তিই যথেষ্ট তেমনি আমদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছে শক্তি আমাদের জ্ঞানের সমুদ্রে নিয়ে যেতে পারে, বিশ্বাস করি, আমি/আমরা পাল্টালে দেশ পাল্টে যাবে ৷

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

সুমন কর বলেছেন: দেশটা যে, কবে যে সুন্দর হবে !!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

আবদুর রব শরীফ বলেছেন: ইনশাল্লাহ, একদিন সুন্দর হবে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.