নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
স্কুলে দৌলত উল্লাহ স্যার একটি কথা বলতেন, কেউ যদি আযান শুনার নিয়তে জানালা কাটে তাহলে কি বাতাস আসা বন্ধ থাকবে? নিয়তের কারণে পূণ্য ও হবে বাতাস ও আসবে,
.
কিন্তু বাতাসের নিয়তে জানালা কাটলে তখন শুধু জানালা কাটায় হবে, আমাদের অবস্থা হয়ে গেছে একই, আমরা শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নিয়তে পড়ি,
.
কথায় আছে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন ৷ মানবতা নিয়ে তো কত বুলি পড়ি/শুনি/দেখি কিন্তু যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়া থেকে পালিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে পেরেছে কি শিশু অায়লান?
.
বেপারটি আমাদের সেন্টিমেন্টে আঘাত লেগেছে কেন জানেন? লাল নীল এমন পোশাক পরে একটি শিশু বীচে শুয়ে থাকার কথা, কিন্তু এত কম বয়সে এভাবে পালিয়ে জীবন দেওয়ার কথা না!
.
কবি নির্মলেন্দু গুণের একটি কবিতার লাইন মনে পড়ে গেল, 'যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা আমার প্রতি তোমার অবহেলা ৷'
.
মানবতার নিয়তে জানালা না কেটে আজ লোক দেখানো মানবতার নিয়তে জানালা কাটলে যা হয় আর কি!
.
ফকিরকে একটা শার্ট দিলেও মূখ্য নিয়ত থাকে একটি সেলফি তুলে নিজেকে দানবীর প্রমাণ করার! অদ্ভুত সেলুকাস!
©somewhere in net ltd.