নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মধ্যমপন্থা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

বেশীরভাগ সময় সরল অংকের উত্তর ১ হয় বলে হয়ত অধ্যায়টির নাম হয়েছে সরল, কিন্তু অংকগুলো মাঝখানে জটিলতার কমতি নেই!
.
সহজ কথাটি যেমন বলা যায় না সহজে তেমনি সহজ কাজটিও করা যায় না অতি সহজে,
.
আবার সহজ ভাবে চলা যায় না চাইলে ও, মানুষ মোহাম্মদ (সঃ) পড়ার সময়কার একটি লাইন এখনো মাথায় গেঁথে আছে, 'মহানবী (সঃ) এর চরিত্র ছিলেন কোমলতা এবং কঠোরতার সংমিশ্রণ ৷'
.
সময়ে যে কাঁদতে পারে, অসময়ে যুদ্ধে লাগে, সেই প্রকৃত বীর, পৃথিবী বোকার জন্য না আবার অতি চালাকের জন্য ও না,যারা মধ্যমপন্থা অবলম্বন করতে পটু তাদের জন্য,
.
সেলারি ম্যান'রা সারাদিন কত সুন্দর ভং ধরে আবার দিন শেষে রং/ঢং করে নিজেদের মানুষদের সাথে সময় কাটায় এটাই সংমিশ্রণ!
.
একজন ভালো অভিনেতা হতে হলে যেমন দ্রুত এক ক্যারেক্টার থেকে বের হয় আরেক ক্যারেক্টারে ঢুকতে হয় তেমনি জীবনের প্রতিক্ষেত্রে ও,
সেক্সপিয়ার ঠিকই বলেছিলেন, 'জীবন একটা নাটকের প্লাটফর্ম ৷'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.