![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
দেশকে চপেটাঘাত করে যারা দেশপ্রেমিক ট্যাগ নিয়ে সুখে আছে সুখে থাক তারা,
.
সুখে থাক সব দূর্নীতিবাজ, চোর, ডাকাত, বাটপার, টাউট আর যারা যারা অপবিত্র সকলি,
.
শুধু দুঃখে থাক দেশ গড়ার করিগর, দেশপ্রেমিক,চাষা-ভূষাসহ এমন যারা আছে সকলি,
.
আর সুখ নয়, এবার কঠিন থেকে কঠিনতর, কঠোর থেকে কঠোরতর দুঃখ নিয়ে আসতে হবে, ঘামে তাপে চাপে সকল সুখের স্বপ্নগুলো মুচে যাক, মুচে যাক মিথ্যে বিলাসিতা,
.
সুখের মুখে আজ করতে হবে চপেটাঘাত, সুখকে দিয়ে দিতে হবে নির্বাসন, স্বর্গে যারা সুখি তাদের কিসের কৃতত্ব? নরকে স্বর্গ বানাতে হবে, এ হবে দীপ্ত অঙ্গীকার!
.
সুখের দাম দিয়ে দুঃখ কিনতে হবে আরো অনেক বেশী বেশী করে দুঃখ, দুঃখগুলোকে পোড়াতে হবে, দুঃখ পুড়িয়ে আঙ্গার, গলিয়ে তরল করতে হবে, সেই তরল পাতাল থেকে আকাশে উঠবে একদিন তারপর শান্তির বৃষ্টি হিসেবে নেমে আসবে উত্তপ্ত অশান্ত নরকে...
.
দুঃখে পুড়া আঙ্গারগুলো ধুয়ে মুচে যাবে, সেখান থেকে ঝিলিক দিয়ে উঠবে হীরের টুকরো, ভেবে দেখছো কি কত লক্ষ বছর ধরে চাপ তাপ কত ধাপ পেরিয়ে মূল্যবান ধাতু সৃষ্টি হয়!?
©somewhere in net ltd.