নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিদীর্ণ দর্পণে স্মৃতির এপিঠ-ওপিঠ !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

শেষ চোখের জলের সাথে শেষ স্মৃতিগুলো রেখে তার স্মৃতি চিহ্ন বুকে আকড়ে ধরে নতুন স্মৃতি সংগ্রহ করতে করতে কখনো খেয়াল করি না কখন যে সেই স্মৃতিগুলোর অনেকাংশ আবর্জনা হয়ে ধুলো বালি সমেত মনের গভীর থেকে গহীনে হারিয়ে যায়!
.
অদ্ভুতভাবে বহুদিন পর দেখা হয়ে যাওয়া সেই স্মৃতির স্মৃতিস্তম্ভগুলো অনেক বেশী অচেনা মনে হয়, যোজন-বিয়োজন দূরত্ব তৈরী হয়,
.
যেন স্মৃতিগুলো ফেলে এসেছিনু আমাজানের ভিতরে দুর্গম যে অন্ধ কূপটা আছে তারি মধ্যে অথবা হিমালয় পর্বতের শিখর চূড়ায় নতুবা এন্টার্কটিকার কোন কনকনে বরফ খন্ডের নিচে যে সমুদ্রটি আছে সেখানে..
.
কিন্তু, একটি শিশু জন্মের পর কত আনন্দ অশ্রু, খুনসুটি, প্রতিটা মিনিট,ক্ষণ, মুহূর্ত বাবা মা'র স্বয়নে স্বপনে জাগরণে স্মৃতির বাসা বাধতে থাকে একদিন সবকিছুর পরিসমাপ্তি ঘটলে বাবা/মা চলে যায় বৃদ্ধাশ্রমে, বৃদ্ধ বাবা/মা রা ভুলে যেতে চায় একদিন তাদের সর্বস্ব দিয়ে সন্তানকে ভালবেসেছিল,
.
অনেক স্মৃতি তখন অদ্ধকার কূপ থেকে স্যাঁত স্যাতে মন খারাপ রূপে, শিখর চূড়া থেকে যন্ত্রণা সমেত, বরফের নিচে হারিয়ে যাওয়া সাগর থেকে বেদনা হয়ে ফিরে আসে, অশ্রুতে ভেসে যায় বৃদ্ধাশ্রম, অনের স্মৃতির মত ওগুলো কেন হারিয়ে যায় না?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.