নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এই ফুলটিরও দশটি প্রেমপত্র পাওয়ার কথা ছিল !

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯

এক সময় মোবাইলে কল আসাটা একটা পার্টের বিষয় ছিল, তিন তিনটা পকেট থাকার পরও নোকিয়া ১১১০ মোবাইলটি হাতেইই থাকত
.
কল না আসলেও মোবাইল কানে থাকত, এ যেন মোবাইলের সাথে কথোপকথন, প্রবলেম হলো, ইয়ে! মানে! কথা বলা অবস্থায় রিং বেজে উঠত, বেপার না, ঘুটি কয়েক বাদে কেউ কাহিনীটি বুঝত না
.
মিস কল মিস কল, মোবাইল স্টার, আই হেভ এ তেত্রিশ দশ, হেভ ইয়ু আর?
.
সময়ের সাথে যুগ কত চেঞ্জ হয়ে যায় !
.
সেই মোবাইলগুলো এখন আর কেউ হাতে রাখে না
.
কোন প্রয়োজনে পকেট থেকে বের করলে কত দ্রুত তা আবার পকেটে ঢুকাবে সেই প্রতিযোগিতা পরিলক্ষিত হয়
.
রঙচঙ্গা ডিসপ্লে, উইন্ডোজ, এন্ড্রোয়েডের ভীড়ে সে আজ বেক ডেটেড!!!!
.
তার বাটনের খাঁচে আজও ময়লা জমে, কিন্তু বাটনবিহীন পাঁচ ইঞ্চি ডিসপ্লের ময়লাহীন ডিসপ্লের জামাই আদর করতে করতে শ্বশুর মশাই আজ বড়ই ব্যস্ত
.
জীবনটা ও একদিন এমন বেক ডেটেড হয়ে যাবে, বিশ্বাস কর, আমরা বুড়ো বুড়ি হয়ে যাব
.
সেদিন সবাই আমাদের দেখে শুধু করুণাই করবে! বাচ্ছাটিও মুখ কেলিয়ে বলবে, দাদু লাঠি নিয়ে বের হননি কেন? পড়ে যাবেন তো!
.
যে মেয়েটির দশটি প্রেম পত্র পাওয়ার কথা ছিল, সে মেয়েটিও ডেন্ডুর হয়ে বিছানায় পড়ে থাকবে

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬

তানভীর আহমেদ শৈশব বলেছেন: ব্যাপক লিখছেন শরীফ ভাই!

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২

আবদুর রব শরীফ বলেছেন: যে মেয়েটির দশটি প্রেম পত্র পাওয়ার কথা ছিল, সে মেয়েটিও ডেন্ডুর হয়ে বিছানায় পড়ে থাকবে , ধন্যবাদ ভাই :)

২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

নাম হীন মানুষ বলেছেন: vi chorom onuvuti pailam.....

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: রঙচঙ্গা ডিসপ্লে, উইন্ডোজ, এন্ড্রোয়েডের ভীড়ে সে আজ বেক ডেটেড!!!!
.
তার বাটনের খাঁচে আজও ময়লা জমে, কিন্তু বাটনবিহীন পাঁচ ইঞ্চি ডিসপ্লের ময়লাহীন ডিসপ্লের জামাই আদর করতে করতে শ্বশুর মশাই আজ বড়ই ব্যস্ত
.
জীবনটা ও একদিন এমন বেক ডেটেড হয়ে যাবে, বিশ্বাস কর, আমরা বুড়ো বুড়ি হয়ে যাবে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.