নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোদের মিস করছি ভীষণ !

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

গল্প নিয়ে যার দুই চারটি গল্প থাকত, সেই বন্ধুটিকে অনেক মিস করি
.
যার হাসি দেখলে আনন্দে মন নেচে উঠত সেই বন্ধুটিকে ও
.
আরো মিস করি কথায় কথা মিষ্টি গালি দেওয়া বন্ধুটিকে ও
.
সেই বন্ধুটিকে ও যার সরলতায় মুগ্ধ হতাম
.
ঐ যে বন্ধুটি বিপদে যার পকেট আমার পকেট হয়ে যেত
.
মিস করি, যাকে গল্প বলে নিজেও আনন্দিত হতাম
.
শুধু হাসত কিছু না বলা বন্ধুটিকে ও
.
চাপা মারছি বুঝে ও যে ভং ধরে মুগ্ধ হয়ে কথা শুনে যেত
.
মৌজায় টাকা লুকিয়ে রাখা বন্ধুটি, যখনি বুজত আমারও টাকা নেই, পিক করে হেসে বলত এই ল টাকা
.
বাঁশ মেরে আনন্দ নেওয়া বন্ধুটিকে ও হাঠাৎ দেখা হওয়ায়, যার চোখ আনন্দ অশ্রু লুকাতে পারে নি
.
সত্যি দিন যত যাচ্ছে, মিস করা বন্ধুর সংখ্যা বাড়ছে, অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে নয়ন, বুজতে শিখছি, বন্ধুরা এত ভাল হয় কেমনে!!!
.
যা আগে বুজি নি! চেষ্টা করি নি !
.
তিন টাকার টেলিফোন ইনডেক্সে যে সাদা টেপ মেরে দিয়ে গিফট করেছিল, যদি কাভার নষ্ট হয়ে যায় কোনদিন!
.
সময় বড় অসময়, দূরে হারিয়ে দিয়েছে/দিচ্ছে/দিবে তোদের !
.
কেন বাড়লে বয়স! হারিয়ে যায় কেউ কেউ!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.