নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ \'বাপের বাড়ি যাচ্ছি! কুনু সমস্যা?\' :P

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪৫

বিয়ে করার পর বউ শুধু ঘনঘন বাপের বাড়ি যায়, সত্যি বউয়ের জন্য কোন দুঃখ না থাকলেও সব কাজ নিজে করতে হয় এটাই সমস্যা...
.
কেন যে বউ বাপের বাড়ি যায়, ধুত্তরি
.
আজ বউ বাপের বাড়ি গেছে, মনের দুঃখে তাই স্ট্যাটাস লিখছি
.
মশারি আটকালাম, বিচানা করলাম, সকালে উঠে চা নাস্তা বানাতে হবে, হাড়ি পাতিল ধৌত সাথে ঘরের টুকিটাকি কাজ, টেনশনে ঘুম আসছে না!
.
তো চিন্তা করলাম বউকে একটা ফোন করি
.
রিং ধরার সাথে সাথেই বউ তেলে বেগুনে জ্বলে উঠল, এত রাতে কেন ফোন দিয়েছ?
.
কত দিন পর বাপের বাড়ি আসছি
.
সপ্তাহ খানেকের আগে আর আসছি না, এই শোন, এটা করবে, ওটা করবে, ঘর ঘুচিয়ে রাখবে বুজছ?
.
বললাম, 'বুজেছি, তবে লক্ষী তুমি এক সপ্তাহ কেন, এক মাস বেড়িয়ে আসবে, কতদিন পরে গেছ! কোন টেনশন করবে না, এদিকটা আমি দেখছি ৷'
.
কি বেপার! তুমি না বলেছিলে দুই চার দিন থেকে চলে আসতে! এখন বলছ এক মাস থাকতে? কাহিনী কি! আমি কিছু বুজি না মনে করছ!
.
কাল সকালে চলে আসতেছি আমি, তোমাদের মত পুরুষদের আমি হাড়ে হাড়ে চিনি!
.
ফোন রেখে আমি হেসে কুটিকুটি হচ্ছি!

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৫

প্রামানিক বলেছেন: চমৎকার রম্য।

২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:২৭

আবদুর রব শরীফ বলেছেন: এতে সুন্দর একটা সমাধান আছে, বউ আর কোনদিন বাপের বাড়ি যাবে না :P ধন্যবাদ

২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৩

জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: হা হা হা। সুন্দর সমাধান

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৪

আবদুর রব শরীফ বলেছেন: আমি মনে করি মেয়েদের ক্ষেত্রে উল্টো থিওরি খুব কার্যকর ৷

৩| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪১

শূণ্য মাত্রিক বলেছেন: আচ্ছা ভাই,,,, ভাবি কি ব্যাপারে সন্দেহ করেছিল খোলাসা করা যায় ??? :D চ্রম কৌতুহল হচ্ছে :D

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৬

আবদুর রব শরীফ বলেছেন: আমি ভাইজান বিয়ে করবো আরো চার বছর পর :p রম্যকে প্রাণবন্ত করার জন্য কল্পনা শক্তির প্রয়োগ ঘটিয়েছি জাস্ট ৷

৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৮

তাল পাখা বলেছেন: যত করবেন চালাকী,
পরে বুঝবেন জ্বালা কি।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭

আবদুর রব শরীফ বলেছেন: যত করবেন চালাকী,
পরে বুঝবেন জ্বালা কি। সত্যি এমন কিছু কমেন্ট এবং লেখার জন্য ব্লগ ভাল লাগে অনেক বেশী ৷

৫| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: মনের মতো জব্ধ। আহ্ এমন বুদ্ধি!

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮

আবদুর রব শরীফ বলেছেন: এটি হচ্ছে এন্টিবায়োটিক :)

৬| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

রাশেদ মহাচিন্তিত বলেছেন: শেষ দিকের টুইস্টে না হেসে পারলাম না। :D

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

আবদুর রব শরীফ বলেছেন: সামুতে পড়েছিলাম, মেয়েদের কাবু করতে হলে বিপরীত পথ দিয়ে এগুতে হবে, যদি বলে হ্যা ধরে নিতে হবে না হেহে :P

৭| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: রিভার্স গেইমে কাজ ভালই হয়েছে দেখা যাচ্ছে ;)

++

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

আবদুর রব শরীফ বলেছেন: রিভার্স গেইমটা মেয়েদের ক্ষেত্রে কার্যকর বটে :)

৮| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২

সাহসী সন্তান বলেছেন: আমিও আপনার রম্য পড়ে হেসে কুটিকুটি হচ্ছি ভাই!

শুভ কামনা জানবেন!

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

আবদুর রব শরীফ বলেছেন: দাম্পত্য জীবনের খুনসুটিগুলো মন্দ না, যদিও আমি বিয়ে করি নি :P

৯| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

তারছেড়া লিমন বলেছেন: আহা !!! বউ।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২

আবদুর রব শরীফ বলেছেন: আহা! যার জন্য জীবনের সবকিছু হিহি

১০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ইয়ে... এসব কী যে করেন না! বিশ্বাস হারালে কিন্তু আখেরে লস আছে B-)

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: নো রিস্ক নো গেইন :P

১১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৯

ক্রিবিণ বলেছেন: বউ দেয় টাইট, আপনি করেন ফাইট... মিশন বউ কন্ট্রোল সাকসেসফুল...

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৭

আবদুর রব শরীফ বলেছেন: উ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানী। সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।। বউ তবে কি আদি যুগ থেকেই এমন!

১২| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: আমি মনে করি মেয়েদের ক্ষেত্রে উল্টো থিওরি খুব কার্যকর ৷
মোক্ষম পন্থা,সর্বদা কার্যকরী
তাছাড়া প্রপিতে যেই কুটুকুটু চকলেট বয়,বউয়ের সন্দেহ করা ছাড়া উপায় কি? ;)

২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩

আবদুর রব শরীফ বলেছেন: বললাম, 'বুজেছি, তবে লক্ষী তুমি এক সপ্তাহ কেন, এক মাস বেড়িয়ে আসবে, কতদিন পরে গেছ! কোন টেনশন করবে না, এদিকটা আমি দেখছি ৷' এমন হিহি

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩

আবদুর রব শরীফ বলেছেন: বললাম, 'বুজেছি, তবে লক্ষী তুমি এক সপ্তাহ কেন, এক মাস বেড়িয়ে আসবে, কতদিন পরে গেছ! কোন টেনশন করবে না, এদিকটা আমি দেখছি ৷' এমন হিহি

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

ভোরের স্বপ্ন বলেছেন: সিরাম মজা পেলুম

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

গেম চেঞ্জার বলেছেন: দুর মিয়া.........

এইটা তো জানি। :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.