নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রুজল !

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

সুন্দরীদের দেখা পাওয়া মানে সারা বছর টিউলিপ গাছের যত্ন করার পর হঠাৎ একদিন সকালে উঠে চোখ স্থির হয়ে যাওয়া
.
আচ্ছা দেখুন পাশ্বপ্রতিক্রিয়া,
.
-ভদ্র ছেলেটি ও আজ খেল বখাটে ট্যাগ
-কবি লিখতে বসল 'বনলতা সেন !'
-শিল্পীর তুলিতে ফুটে উঠল মোনালিসা
-সম্রাট বানাতে লাগল তাজমহল
-সুরকার সুর তুলে কন্ঠশিল্পী গান
-কেউ বা টেনে পেলল টু একটি সুখটান
-মাতালের বেড়ে গেল নেশা
-পেশাজীবী ছাড়তে রাজি পেশা
-কেউবা ছাড়তে রাজি সিংহাসন
-নন্দ দুলালও মাঝতে চায় বাসন
-ছেলেটি ও আজ খেয়েছে ব্লক
-করতে গিয়ে একটুখানি চ্যাট
.
মোদ্দা কথা, 'এক পলক দেখলে যারে লাগে ভালো ৷'
.
এভাবে একটি লেখা/কবিতা/শিল্প/সৃষ্টি সুন্দর হয়ে টিউলিপের মত ফুটে উঠতে পারে
.
একটি সুন্দর ব্যবহার/উপদেশ/হাসি ও ক্যামলিয়া হয়ে যেতে পারে
.
সৌন্দর্যের অন্তদৃষ্টি খুলে সৃষ্টিকে ভালবাসতে হবে একদিন,
'ভালবাসা নিয়ে তুমি ভালবাসবে সব সৃষ্টিকে ৷'
.
সুন্দর গোলাপটি ও খুব দ্রুত হারিয়ে যায় তাকে বৃন্ত কেটে ঘরে তুলতে গেলে
.
স্বার্থপরতা তেমনি একটি জিনিস যা সকল সুন্দরকে ধ্বংস করে দেয়...!
.
অনেক সময় সুন্দর উপভোগের বিষয়, নিজের করে নেওয়া বিষয় নয়...!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৪

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভিন্ন স্বাদের ভালোলাগা ..।

সতত শুভকামনা ...

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৭

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাই, কৃতঙ্গতা রেখে গেলাম ৷: )

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০০

গেম চেঞ্জার বলেছেন: মোদ্দা কথা, 'এক পলক দেখলে যারে লাগে ভালো ৷'
.
এভাবে একটি লেখা/কবিতা/শিল্প/সৃষ্টি সুন্দর হয়ে টিউলিপের মত ফুটে উঠতে পারে


ভাল। আরো বিশদ হলে আরো আরো বেটার হতো।

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৭

আবদুর রব শরীফ বলেছেন: ভাল লাগা আসলে বিচিত্র, ধন্যবাদ ভাই ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.