নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জানি না! জানি না! কেন এমন হয়!

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

যতটুকু কাছে এলে স্মৃতি-চিহ্ন-টুকু পুড়িয়ে ছাই করে দিয়ে সেগুলো ও গিলে ফেলতে হয় ততটুকু দূরে যেতে শিখে গেছি আমি
.
মানুষের ভীড়ে হারিয়ে গেছি, সেখানে ও আমি অন্যের মাঝে হারিয়ে গেছি, বুজতে শিখেছি তাদের দুঃখের অন্ত নেই
.
ছেলেটি ও আজ এসেছিল কিছু খাবে বলে তাকে খাওয়ার সাথে একটি গোলাপও ধরিয়ে দিয়েছি
.
জানি না! জানি না! কেন এমন হয়! কেউ কেউ স্টার দেখে ফাইভ স্টারে খায় আবার কেউবা পেটে পাথর চেপে বসে থাকে!
.
জানি না! জানি না! কেন এমন হয়!
কেউ কেউ টাই ঝুলিয়ে আবার কেউবা বস্তা গায়ে বস্তা টেনে চলে!
.
জানি না! জানি না! কেন এমন হয়!
বৃদ্ধরা একাকী হয়ে আশ্রমে পড়ে রয়
.
জানি না! জানি না! কেন এমন হয়!
কোটিপতি করছে কাঙ্গালের মুখের রুটি চুরি, চোরের মা'র আবার গলা বড় তাও দেখতে হয়!
.
এভাবে বুজতে শিখার চেষ্টা করছি! ত্রিশ লক্ষ শহীদের রক্ত মেখে কিভাবে বাম্পায়ার হোলি খেলে!
.
আমি গল্পের সংঙ্গা পাল্টে ফেলেছি, পাল্টে ফেলেছি লাভ স্টোরি, সকাল বিকেল তিন বেলা অত্যাচারিত মহিলাটিকে আমি গৃহিনী বলি না 'নির্যাতিতা মহিলা' বলতে শিখেছি
.
আশায় আছি, এভাবে পাল্টে যেতে পারবো আমরা, এক টুকরো ভালবাসা যখন আর দরকার হবে না পুরো বাংলাদেশের ভালবাসায় সেদিন হারিয়ে যাবো !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৫

ঢাকাবাসী বলেছেন: ভালই।

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

আবদুর রব শরীফ বলেছেন: আশায় আছি, এভাবে পাল্টে যেতে পারবো আমরা, এক টুকরো ভালবাসা যখন আর দরকার হবে না পুরো বাংলাদেশের ভালবাসায় সেদিন হারিয়ে যাবো ! ধন্যবাদ ঢাকাবাসী :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.