নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বস্তিতে ফিরবে সস্তি!

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

পৃথিবীর বুক ছিড়ে একদিন সেখানে তোদের নাম লিখে দিবো
.
গল্প কবিতার একদিন ঠ্যাং গজাবে ল্যাং মারতে শিখবে সেগুলো
.
দোজখ থেকে অগ্নি শিখা ধার করে আনবে কবিতারা
.
সেদিন পালানোর কোন অবকাশ থাকবে না, মরার ও
.
মরে গেলে বেঁচে যায় মানুষ, মহামানুষ আর অমানুষরা মরে না
.
সময় থাকতে, ভাত দে ওদের মুখে, সরলতার সুযোগ দে
.
আমরা বস্তির ছেলে, ধাক্কা খেয়ে পাক্কা হয়ে উঠছি
.
একদিন বস্তির ছেলেদের কেউ ধমিয়ে রাখতে পারবি না
.
বস্তিতে একদিন সস্তি ফিরিয়ে আনবো
.
কি ভাবিস আমাদের!!!?
-নোংরা
-কুৎসিত
-অশিক্ষিত
-সহজিয়া
-আবুল
-কীট পতঙ্গ
.
ভাবতে থাক! মনে রাখিস, আমাদের ঠ্যাং মিশিন গানের ছেয়ে ও শক্ত!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

ঢাকাবাসী বলেছেন: সুন্দর!

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান :)

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬

কানিজ রিনা বলেছেন: আরে আমি এক আবুলকে চিনি তার ঠ্যং নাকি
করাত ছিল আসতেও কাটত যাইতেও।
বেলা শেষে সেই ঠ্যং এমন ভাঙাই ভেঙেছে
যে কি আর বলব।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০২

আবদুর রব শরীফ বলেছেন: একটা দা কে অনেক দিন ফেলে রাখলে এমনে ও মরিচা ধরে যায় সঠিক ইয়ুজ শিখতে হবে আমাদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.