নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কিচ্ছু ভালো লাগে না !

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

কিরে দোস্ত কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন?

'আমাদের বন্ধু মিথিলা, সব সময় দেখছস সেলিম্মাকে একটু বেশী, ইয়ে মানে! একটু বেশী দেখতে পারে'
.
-আমরা তো সবাই বন্ধু তাই না, একজন একজনকে একটু বেশী দেখতেই পারে, এটা স্বাভাবিক তাই না?

' হ দোস্ত! সেলিম্মা পোলাটা আর মানুষ হইল না! হেতেরে কি ভুলে পোলা বানাই পাঠায়ছে নাকি কে জানে! সারাদিন! পারে ও হালা'
.
- বাদ দে, তিনশ টাকা দে, বিকেলে পতেঙ্গা যাওয়ার কথা ভুলে গেছস?

'যামু না দোস্ত'
.
-কেন কি হয়েছে? মিথিলা, সেলিম্মা,কলিম্মা,জলিল্লা তুই আমি সবাই তো যাচ্ছি, তোর কি টাকার সমস্যা, আচ্ছা বাদ দে পাঁচশ টাকা পাইতি তিনশ দিয়ে দিমু নে

'না দোস্ত টাকা সমস্যা না, ভালা লাগছে না'
.
-কেন কি শরীল খারাপ?

'না দোস্ত'
.
কি সমস্যা বলস না কেরে সালা?

'ভাল লাগে না দোস্ত, সেলিম্মারে লইয়া যা তোরা ঘুরে আয় '
.
তুই কি মিথিলাকে লাভ করিস?

'না'
.
-সত্যি করে বল, আমি তোর বন্ধু না কিছু লুকাইস না দোস্ত প্লিজ

'না দোস্ত'
.
-তো কি হয়েছে খুলে বল!!!

'দোস্ত কিচ্ছু ভালো লাগে না'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

সাগর দাশ ৭১ বলেছেন: এইটা কি পোষ্ট?

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: কিচ্ছু ভালো না লাগলে খুব খারাপ লাগে কিন্তু তাই না ?
সেলিম্মা কি মিথিলারে নিয়া পরে পতেঙ্গা গিয়েছিলো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.