নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সেইই সময়গুলো আর নেইই !

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১

সত্তর আশির দশকের আড্ডার ঐতিহ্য হারিয়ে গেছে বলে কি হার্ট এটাকের মাত্রা বেড়ে গেছে সেই প্রশ্ন আজ করবো না
.
তবে মুখের বলিরেখার অঙ্কিত দুঃখের আল্পনা সুখের আল্পনাকে ছাড়িয়ে গেছে তা বুঝতে তেমন কষ্ট হয় না
.
সব বোঝা কাধে নিয়ে কেনো জানি পা ও থমকে গেছে, মাথার উপর বেশী বোঝা থাকলে তা একা নামানো যায় না, অন্য জনের সহায়তা লাগে
.
-মলিন হয়ে যাচ্ছে প্রিয়তমার মিষ্টি হাসি
-শিশু স্বভাব সুলভ উদ্দীপনা নেই
-আদিখ্যেতা থাকলে ও ব্যবহারের মাধুর্যতা নেই
-বাথরুম শিল্পীরা ও গুন গুন করে না
.
পাশের বাসার খবর কে বা রাখে?
.
কে খেয়েছে?
কে মরেছে?
কার বা হবে বিয়ে-
আমি খেয়ে বেঁচে আছি,
খাতা বালিশ গা'য়ে দিয়ে!!!!
.
হাসতে হাসতে যদি মুখের চোয়াল ব্যথা না করাতে পারলাম সেটা আবার কিসের আড্ডা !
.
পেট ব্যথা হবে,সাথে মুখ ব্যথা , চোখে পানি আসবে, মন হালকা হয়ে পাখির মত ডানা মেলবে সেটাই তো আড্ডা
.
প্রাণখুলে সেই আড্ডা কখনোই আসবে না মানুষকে ভালবাসতে না পারলে
.
আড্ডা দিচ্ছেন খুব ভালো মনে মনে ভাবছেন
-আমি একটা কিছু সে থাকবে আমার পিছু
-আমি হলাম নন্দ দুলাল, সে বিরাট আবাল
-হেতের তো সেন্ডেল ছিড়া, তার চেয়ে দামি আমার বিড়াল
.
তারপর সমতুল্য মহামানব খুজতে গিয়ে দেখে কোথাও কেউ নেই! শুরু হয় একা পথচলা তারপর স্ট্যাটাস নামক সাইকো রোগের উদ্ভব হওয়া
.
পঞ্চাশ বছরের বাংলা কমোডের অভ্যেস ঐতিহ্য স্ট্যাটাস রক্ষায় ত্যাগ করে ইংলিশ কমোডে স্থানান্থর! নিজের অবচেতন মনে বিড়বিড় করতে থাকা, 'বাথরুমেও শান্তি নেই! '

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.