নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
এমন একটি দিনের প্রতিক্ষায় ছিলাম যেদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তোলপাড়ে চারজনকে ফাঁসি দিতে বাধ্য হবে আদালত
.
ফিরে দেখা যাক রাজন, কি হতো সেদিন নির্যাতনের ভিডিওটি আপলোড না হলে ফেসবুকে?
-কেউ জানত না কে এই রাজন
-বিচার পেত না একটি দম্পতি
-সুষ্ঠ বিচার নিয়ে সংশয় দেখা দিত
-মামলাটি হয়তো লিপিবদ্ধ হতো না
-অশ্রু ঝরত না কোটি হৃদয়ে
.
এভাবে একদিন পাল্টাবো আমরা, প্রতিবাদ করতে শিখবো, সেদিন একটি ফুল ও অকালে হবে না বলি
.
তারপর মন ভাঙ্গার বিচার হবে একদিন, তুমি ও দাড়াবে কাঠগড়ায়, তোমার ও যাবত জীবন হবে আমার সাথে সেদিন
.
কি হবে সেদিন?
-একটি প্রেমিকার যাবত জীবন
-বেঁচে যাবে একটি প্রেম
-পূর্ণতা পাবে একটি হৃদয়
-গড়ে উঠবে সুখের সংসার
-দন্ডিতের সাথে দন্ডদাতা হাসবে
.
সেদিন আসতে আসতে আমি তুমি সবাই বুড়ো বুড়ি হয়ে যাবো, রোজ সকালে নজরুলের যৌবনের গান পড়ব মনের বয়স কমানোর জন্য
.
আচ্ছা মনের বয়স কত হলে খুশি হবে?
'ছাব্বিশ'
আর তোমার আমার বয়স কত ভাল লাগবে?
'বিশ'
.
তবে এতো দেরী কেন?
আমি ছাব্বিশ তুমি বিশ চলো করি ফিসফিস
.
আমাদের ও রাজনের মত ফুটফুটে শিশু হবে , এত্তগুলো কিউট!
'আচ্ছা সে ও কি এভাবে মারা যাবে সেদিন? '
০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
আবদুর রব শরীফ বলেছেন: কৃতঙ্গতা
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
অতঃপর হৃদয় বলেছেন: ভাল, লাগল, শুভেচ্ছা নিয়েন।