নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

\'লেখক\' এই কি অপরাধ করলেন !

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬

লেখকদের বউয়েরা তাদের লেখা পড়ে না !
>
জেনে রাখা ভালো, মার্ক তলস্তয় "ওয়ার এন্ড পিস" "এনা ক্যারেনিনা" লিখে এতো খ্যাতি পেয়েছিলেন যে সকাল থেকে বাসার সামনে তার পাঞ্জাবীর কোনা ছুঁয়ে দেখার জন্য শত মানুষ লাইন দিত, সে কি মানব না মহামানব জানার জন্য ৷ তবে তার বউ ছিলো উল্টো বলতো পাগলা বুড়ো ৷
>
সক্রেটিসের বউ ছিলো খুব রাগান্বিত ৷ লেখা তো বুজতোই না বরং মাথায় এক বালতি পানি ঢেলে দিতো ধরে আর সেখান থেকে বিখ্যাত উক্তি, 'আফটার থান্ডার কামস রেইন ৷'(বজ্রপাতের পর বৃষ্টি আসবেই)
>
সগীর আলী ও মাঝে মাঝে একটু ইনিয়ে বিনিয়ে বলে এবারের বইটা খাসা হয়েছে ! রসে টইটম্বুর ! বউ একটু পড়ে শুনায়?
>
বউয়ের উক্তি,"ও আবার কি লিখতে পারে ? যে বাজারটা ও ঠিক মত করতে পারে না ! পচা মাছ কিনে আনে সে পচা গল্প ছাড়া কি ই বা লিখতে পারবে !"
>
তো লেখকের সাথে ঘটনাক্রমে ভদ্র মহিলার সাময়িক বিচ্ছেদ হলো(বিনা নায়রে বাপের বাড়ি) ৷ বই মেলার ঠিক আগে আগে....!
>
বউ সাহেবান এবার নিজে গেলেন বই মেলায় ! গিয়ে দেখা হলো চান্দুর সাথে, "এই চান্দু সগীর আলী'র বইটা কোথায় পাবো ? "
>
অবঃশেষে দূর থেকে আরেক জনকে দিয়ে বইটি কিনলো সাহেবান !
>
দ্রুত টেক্সি ভাড়া করে বসায় গেল বইটি নিয়ে ৷ যে বই ছুঁয়ে ও দেখে না কখনো ও সে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কি লিখেছে !
>
বই পড়া শেষে এবার লেখকের জীবন কর্ম ও পড়া শুরু করলো ! কাহিনী কি ! তারপর মন খারাপ করে বসে আছে ! পাশ থেকে ছোট বোন জিঙ্গেস করলো কিরে আপু কি হলো?

"তোর দুলাভাইয়ের বইটা পড়লাম তন্ন তন্ন করে, কোথাও আমার বিরুদ্ধে কিছু লেখা নেই, তাই মন খারাপ !"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৬

কলাবাগান১ বলেছেন: আজকাল অনেক বিবাহিতা মহিলাও গল্প/উপন্যাস লিখে এবং ভালভাবেই লিখে.....

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৯

চৌধুরী ইপ্তি বলেছেন: এই লেখাটির মাধ্যমে লেখকদের ওয়াইফের ন্যারো মাইন্ড দেখানো হয়েছে। এটা ঠিক নয়। ইয়াসমিন ম্যাডাম কি এইরকম নাকি? উনার স্বামীর সাথে কত ভাল বিহেভ করে।

আপনার লেখাটি ভাল লাগে নি। ডিসলাইকড।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৩

শ্রাবণধারা বলেছেন: প্রথম তথ্যটাই ভুল। "ওয়ার এন্ড পিস", "আন্না ক্যারেনিনা" এইসব বইয়ের কোনটা পড়ছেন? তলস্তয় বা তার বউ সোফিয়া তলস্তয় সম্পর্কে কিছু জানেন । ওয়ার এন্ড পিস, আন্না ক্যারেনিনা- থান ইটের মত বড় বড় এই বইগুলোর পান্ডুলিপি সোফিয়া তলস্তয়ের তৈরি করে দেওয়া, কারণ তলস্তয়ের বাজে হাতের লেখা প্রকাশকেরা পড়ে বুঝতে পারতেন না । তলস্তয় আর সোফিয়া তলস্তয়ের সংসার কত বছরের জানেন? পঞ্চাশ বছর ।

আর তলস্তয় পাঞ্জাবী পড়তেন নাকি? :) :) এগুলা কই পান, ভাই ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.