নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জীবনের পাতা গল্পে ঘেরা !

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

আমার প্রাণপ্রিয় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর MD S FARID SUMON স্যারের সাথে আজকে একটি সোনালী দুপুর কাটিয়েছি
>
কাক ডাকা ভোরে পছন্ড শীতকে উপেক্ষা করে কামলা হওয়ার জন্য ভাইভা দিতে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয় থেকে পনের কিলোমিটার দূরে বায়জিদ বোস্তামীতে
>
ঐ দিকে স্যার পরিবার নিয়ে ঢাকা থেকে কাপ্তাই হয়ে বেড়াতে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাথায় ভাইভার চেয়ে বেশী কাজ করছিল যেভাবে হোক ভাইভা কমপ্লিট করে চঃবিঃতে ফিরতেই হবে ! অনেকদিন স্যারের চাঁদ বদন দেখি না
>
অবশেষে মহান আল্লাহ মনের আশা পূরণ করেছে ৷ খুব দ্রুত শেষ হয়ে গেল ভাইভা ৷ মজার বেপার যে স্যারের কাছে ভাইভা দিতে গিয়েছিলাম সে স্যার ঠিক আমার জামাটা পড়ে আছে ! এইটা কিছু হইলো !
>
আমি একবার ভাইভা বোর্ডে স্যারের জামার দিকে তাকায় আরেকবার আমার শার্টের দিকে ! একি লঙ্কা কান্ড কাপড় ও পুরো একই !
>
প্যান্টের দিকে তাকিয়ে দেখলাম যে প্যান্ট'টা পড়ে আসার কথা ছিল ঐ টা পড়ে আসলে প্যান্ট ও খাপে খাপ মিলে যেতো !
>
তারঃপর তাকালাম জুতোর ফিতার দিকে ওরে সালার ! একই খাঁচ কাটা জুতো মাগার শুধু কালারটা পার্থক্য !
>
খুব জানতে ইচ্ছে করেছে তবে কি শর্ট প্যান্ট ও মিলে যাওয়ার সম্ভবনা ছিল !
>
স্যার যেন আমাকে ভূত দেখছিলো ৷ কিছুক্ষণ পর বললো কি খাবে ৷ মনে মনে কইলাম ভাইভা বোর্ডে নাস্তার অর্ডার ! কাহিনী কি ? স্যার আবার ফেসবুকে ফলোয়ার নইতো আমার !
>
বের হয়ে যাচ্ছি ! কি মায়া নিয়ে স্যার তাকিয়ে আছে আমার দিকে ! হয়তো বাসায় গিয়ে ঘটনাটি বলে অনেক মজা করবে পরিবারসহ কিন্তু এদিকে ক্যাম্পাসে এসে আমি সুমন স্যারের পরিবারের সাথে সেলফি তুলে ফালাইলাম !
>
ব্যস্ত জীবনের পরতে পরতে মজা ! শুধু লুটে নিতে হয় ! জম্পেস একটা লাঞ্চ করে স্যারকে বিদায় দিলাম ৷ আবার দেখা হবে......!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.