নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এতোটা ভদ্র হতে চাই না যতোটা ভদ্র হলে এক জীবনে তোমাকে পাওয়া হয় না !

১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

যদি আর কখনো জন্ম নেওয়ার কোন সুযোগ থাকে আমি তোমাকে নিয়ে পালাবো ! কিডন্যাপ করে বন্ধ রুমের জানালা দিয়ে প্রতিদিন একগুচ্ছ লাল গোলাপ ছুড়ে দিয়ে চুরি দেখিয়ে বলবো আই লাভ ইয়ু বলো !
.
চোখের সামনে তুমি অন্যের হয়ে গেছো দেখার চেয়ে ভালবাসা কিডন্যাপ করা ঢেড় ভালো ৷
.
তোমাকে দেখতে না পেয়ে একটা হৃদয় কতো বেশী ক্ষত বিক্ষত হয় তা তুমি জানো না, জানবে না, জানাতে পারি নি, সেই বদ্ধঘরের চারপাশে চারটি সাউন্ড স্পিকার দিয়ে সকাল সন্ধ্যা মাইকিং করবো...!
.
"হ্যালো ওয়ান টু থ্রি মাইকিং টেস্ট মাইকিং টেস্ট ! প্রিয়তমা একবার শুধু ভালবাসি বলো, দেখো কিভাবে তোমাকে বদ্ধ কারাগার থেকে বীর বেশে মুক্ত করে আনি, একবার শুধু একবার বলে দেখো ! "
.
"হ্যালো হ্যালো শুনছো যদি না বলতে চাও পাশের ড্রয়ার টানলে দেখবে একটি সাদা কাগজ আর একটি লাল কলম আছে শুধু একবার লিখে দাও ৷"
.
"আর যদি তা ও না পারো একবার বলবে 'ছেড়ে দে শয়তান' বুজে নিবো ভালবাসি বলছো ৷"
.
পরের জীবনে এতোটা ভদ্র আমি হতে চাই না যতটা ভদ্র হলে এক জীবন হৃদয়ে ভালবাসা পুষে রেখে শত চেষ্টায় একবারও বলা হয় না ভালবাসি ভালবাসি ভালবাসি ৷

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.