নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে \'সালমান শাহ !\'

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

এশিয়ান টিভি'তে সালমান শাহ'র চাঁদ বদন একটু দেখিয়ে তারপর বিজ্ঞাপন দেওয়া শুরু করলো,
.
তো এই সুযোগে খেয়ে নিলাম, সেরে আসলাম, চা বনালাম এসে দেখি এখনো বিজ্ঞাপন চলছে !
.
বেপার না ! সত্যি কোন বেপার না ! নায়ক যদি হয় 'সালমান শাহ' আরো দুইটা বিজ্ঞাপন বেশী দিতেই পারেন !
.
সত্যি খারাপ লাগছে না অপেক্ষা করতে, কিছু কিছু অপেক্ষাও মধুর !
.
পৃথিবীতে কিছু মানুষের জন্ম ভালবাসা পাওয়ার জন্য ! কারণে অকারণে ভালো লাগে ! দেখলেই ভাল লাগে !
-হাসলে ও ভালো লাগে
-কাঁদলেও ভালো লাগে
-ভাবতেই ভালো লাগে
.
'কেয়ামত থেকে কেয়ামত' ফিল্মে 'বাবা বলে ছেলে নাম করবে' গানে একটি লাইন আছে তার আগে কিছু কথা বলে সালমান শাহ,
,
" বন্ধুরা আজ কলেজের শেষ দিন, সবাই কিছু না কিছুতো ভাবছে ! কেউ ভাবছে ডাক্তার হবে কেউব ইঞ্জিনিয়ার ! আমি নিজের জন্য কিছুই ভাবছি না ! "
,
তারপর গানটি শুরু হয়
তারপর সেই লাইনটি
,
"আমি সবার সেরা কাজ করবো ! প্রেমের ইতিহাসে নাম লেখাবো ৷"
.
সত্যি বস তুমি হৃদয়ে নাম লেখেছো আমাদের, দিন যত যায় তোমার প্রতি ভালবাসা বেড়ে যায়, কেনু যে এতো ভালো লাগে তোমাকে আজো কারণ খুঁজে পাই না !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.