নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর !

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

জীবনে চলার পথে কিছু স্যারের স্নেহ ভালবাসা পেয়েছি, যা অকল্পনীয় ! যারা আমাকে নিয়ে ভাবে ! আমাকে ভালবাসে !
.
মাঝে মাঝে জীবনও আমাকে অবাক করে দেয় ! এতো ভালবাসা পাওয়ার তো যোগ্য ছিলাম না আমি শুধু তাদেরও মন থেকে ভালবেসেছি !
.
হাই প্রফেশনাল একটি ট্রেনিং করেছিলাম দুই হাজার টাকা দিয়ে, সেখানে মূল কথা ছিল, আপনি মন থেকে কাউকে ভালবাসলে অবচেতন মনে ও ভালবাসা আদান প্রদান হয়ে যায় ৷
.
অনেক উদাহরণ দিয়ে ট্রেইনার বুজিয়েছিলো বেপারটি, ভালবাসলে মন থেকে ভালবাসা উচিত, তখন কেউ আপনাকে গালি দিলেও তার মাঝে ভালবাসা ফুটে উঠবে !
.
জীবনে কিছু মানুষকে গুরু মানা দরকার ! ভীষণ দরকার ! উপরে গুরু মনে করে ভিতরে ভিতরে গরু ভাবলে কোন কাজ হবে না চান্দু !
.
একটা গল্প বলি,
এক স্যার সব সময় তার ছাত্রকে বলতো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকলে বিপদে স্মরণ করলে সাতার না জানলে ও হেঁটে ও নদী পার হওয়া যায় !
.
স্যার পড়াতো কিন্তু নিজে বিশ্বাস করতো না
.
কিন্তু ছাত্র ঠিকি মনে প্রাণে বিশ্বাস করতো
.
তো একদিন তাদের সামনে নদী পরলো একটা, ছাত্র স্যারের কথা স্মরণ করে নদী পার হয়ে চলে গেলো আর ঐ দিকে শিক্ষক ডুবে মরলো !
.
দেখেন আমি আপনি আমাদের জন্মের সময়ের কথা কিছু মনে করতে পারি না, তবুও আমারা বিশ্বাস করি আমাদের বাবা মা কে
.
একটা প্রিয় প্রবাদ আছে, "বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ৷"
.
একজন নাস্তিককে বলেছিলাম, আল্লাহ আছে তার সবচেয়ে বড় বিশ্বাস আমার বাবা মা আর আপনার বাবা মা বিশ্বাস করি বলেই আমরা তাদের সন্তান ! সে চুপ করে চলে গেলো !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

রাইসুল ইসলাম রাণা বলেছেন: মরাল: নাস্তিকেরা দোযখের আগুনে জ্বলে পুড়ে মরবে আর আপ্নি জান্নাতে যেয়ে ৭২জন হুরের সাথে গ্রুপ সেক্স করবেন। এইতো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.