নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
আপনার পরিচয়টি দুই ধরণের হতে পারে
.
যেমনঃ
নুরুল আফছারের ছেলে আবদুর রব শরীফ
>
আবদুর রব শরীফের বাবা নুরুল আফছার
.
সব বাবারা খুশি হবে যদি তাকে দ্বিতীয় পরিচয়ে সম্বোধন করা হয়
.
সমাজের কিছু মানুষের সাথে পরিচয় হলে অবাক হয়, পরিচয় পর্বের শুরুতে আমি অমুকের ছেলে তমুকের নাতী সমুকের ভাতিজা !
.
সোজা কথা ওনার কোন পরিচয় নেই, ওনি অন্যের পরিচয়ে আলোকিত !
.
আমার বিশাল একটা পরিবার আছে, অনেকে আমার পরিবারের পরিচয়ে আমাকে তার পরিচয় দেয় তারা জানে না আমি ঐ পরিবারের একজন সদস্য
.
আমার পূর্ব পুরুষরা কে কি করেছে সেটা বড় কথা না আমি তাদের জন্য কি করতে পেরেছি সেটা বড় কথা !
.
বেপারটা এমনও হতে পারে,
আমুক পরিবার ভালো জানতাম তার ছেলেটা এ কেমন মাস্তান হলো !
.
বেপারটি এমন হলে কেমন হয়,
মাশাল্লাহ ! অমুক পরিবারে একটা সোনার ছেলে জন্মগ্রহণ করেছে !
.
বাপের টাকায় মার্সেডিঞ্জ গাড়ি হাকিয়ে ভাব নিবেন না, যেদিন নিজের টাকায় একটি সাইকেল কিনতে পারবেন সেদিন বুকের কলার উচু করে শার্টের বোতাম একটি খুলে দিয়ে ভাব নিয়েন ৷ ভাব এক্সেপটেড ! বুক ফুলিয়ে সেলুট দিবো ৷
©somewhere in net ltd.