নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমরা লোকাল বাসের যাত্রী !

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইয়া বড় বড় বাস আছে, পাঁচ/দশ টাকা দিয়ে নিজের প্রাইভেট গাড়ীর মতো বাইশ কিলোমিটার দূরে শহরে যাওয়া যায়
.
তবুও আমার হাতে সময় থাকলে আমি পনের টাকা রিক্সা ভাড়া দিয়ে এক নং গেইট সেখান থেকে পাঁচ টাকা দিয়ে রাস্তার মাথা দেন বিশ টাকা দিয়ে লোকালে তরীতে শহরে যায়
.
কারণ আমরা লোকাল বাসের যাত্রী, সুযোগ থাকা সত্ত্বেও লোকালের বিনোদন মিস করতে চাই না, সত্যি চাই না !
.
ঠেলে ঠুলে ভিতরে উঠে কোন রকমে দাঁড়ানোর জায়গা করে পকেট থেকে হেড ফোন নিয়ে তা কানে লাগাতে পারলে মনে হয়, চলছে গাড়ি চিচিমপুরে
.
আমার দাদার পার্সোনাল গাড়িতে যেদিন শহরে যায় ঐ দিন নিজেকে বন্ধি বন্ধি লাগে কি যেন মিস করছি,
-সেই ঠেলাঠেলি
-সেই মৃদু গালাগালি
-সেই বিচিত্র মানুষ
-সেই ফিলিংস
.
কোন রকমে একটি সিট ফেলে মনে হয় যুদ্ধ জ‍য় করে বীরের মতো বসে জানালার দিকে দৃষ্টি দিয়ে যেন হারিয়ে যায় এক ভালো লাগাতে !
.
লেখালেখির সূত্র ধরে ইয়া এক বড়লোক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, ওনি পরিবার থেকে লুকিয়ে টংয়ে চা খেতে যায়,ডাক্তারের ফুড পয়েজনিং বাঁধা এরিয়ে চিপ ফুড খাই ! তারপর গল্প বলে ! সে গল্প হৃদয় ছুঁয়ে যায় !
.
মানুষ দুই ধরণের,
-একই জিনিস কেউ উপভোগ করে
-একই জিনিস কেউ উপহাস করে
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের যাত্রাটি ও তেমন, কারো কাছে স্বর্গ যাত্রা আর কারো কাছে নরক যাত্রা !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.