নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তুমি এতো ছ্যাঁচড়া কেনো?

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

'কি জলে ভেজাও তুমি রাগগুলো চোখে, মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে !'
.
হেডফোনে গানটি শুনতে শুুনতে ব্যস্ত শহরে গাছপালা রেখে ছুটছে জীবন...!
.
রিক্সায় বসা কোপত কোপতীগুলোকে কখনো যেন এই গান শুনতে না হয়, চিরদিন সুখী হোক তারা !
.
সম্মুখে এক ভিখারিণী ভিখারি'র কাঁধে হাত রেখে এগিয়ে চলছে তারা এভাবে যেন এগিয়ে যাক !
.
মোটর সাইকেলের পিছনে পড়ে যাওয়ার ভয়ে আঁকড়াইয়া ধরা মেয়েটিও চির জীবন যেন এভাবে সংসার আগলিয়ে রাখতে পারে সেই দোআ করি !
.
হেড ফোনের গান পরিবর্তন হয়ে গেছে, 'ভাবী শুধু এখানেই থাকবো,ফিরে যেতে মন নাহি চাইছে, চলনা ঘুরে অজানা'তে, যেখানে নদী এসে থেমে গেছে....!
.
ধেত্তুরি এই মিনি বাসে আর কতক্ষণ বসে থাকবো ! সামনে মহিলা সিটে বসা মেয়েটি হেব্বি, কোথায় যেন দেখেছি তাকে !
.
নদী পর্যন্ত যেতে রাজী আছি যদি একবার বলো 'হাত বাড়িয়ে দিলাম !' না সে হেল্পারের দিকে হাত বাড়িয়ে দশ টাকা দিয়ে নেমে পড়লো !
.
তারপর আবার গান পরিবর্তন ! 'আমিতো প্রেমে পড়ি নি, প্রেম আমার উপর পড়েছে ৷' খারাপ না চলুক !
.
অতঃপর,
'নেমে গেছো তাতে কি, নতুন একটার পাশে বসেছি, তোমার চেয়ে অনেক সুন্দরী ৷' গানটা ভুল শুনছি না তো?
.
একটু পর সবাই নেমে গেছে, বুকটা চ্যাত করে উঠলো, সেই পুরনো তোমার কথা মনে পড়ছে আবার ! তুমি এতো ছ্যাঁচড়া কেনো? বারবার ফিরে আসো ! তোমাকে ভুলেই তো ভালো ছিলাম !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.