নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট একটি শপথ করলাম, আপনি করবেন?

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

এমন এক ঠান্ডায় শার্টের উপর জাম্পার, তার উপর জ্যাকেট, পা'য়ে মোজা, গলায় মাফলার, মাথায় কান টুপি পরিধান করে সকাল সাতটায় দেখছিলাম জেলেরা পানিতে নেমেছে !
.
সকাল পেরিয়ে দুপুর হলে তারা পানি থেকে উঠে রোদে দাঁড়াল, ওদের জন্য সূর্য তাপ সকালে বেশী দিলেই পারতো !
.
পারবেন ওদের মতো জীবীকার তাগিদে ভোরে এক ঘন্টার মতো পানিতে দাঁড়িয়ে থাকতে?
.
খুব তো তন্ন তন্ন করে জাল এফোঁড়-ওফোঁড় করে পুকুরের মালিক দেখছিলো দুটো মাছ কোথাও লুকিয়ে রেখেছিলো কি না ?
.
বিয়েতে সামান্য হাত পরিষ্কার করার গরম পানি এনে দিলে দশ টাকা থেকে একশ টাকার চকচকে নোট বের করে দিয়ে দেন !
.
খুবতো রেস্টুরেন্টে একশ টাকা বকশিশ দিয়ে শার্টের কলার ঠিক করে 'এক্সসকিউজ মি আরেকটা টিস্যু হবে' বলে বেরিয়ে যান !
.
বৃষ্টিতে মাথায় পলিথিন ব্যাগ দিয়ে রিক্সা চালকটি যখন পাঁচ টাকা ভাংতি নেই বলে কষে লাগিয়ে দিতে দেখেছি, নিজেও ওমন করি না তা না !
.
জেলেরা ও রক্ত মাংসের মানুষ ওদের ও অনুভূতি আছে তা তাদের পা'য়ের ঠকঠক কাঁপুনি দেখলে সহজে অনুমান করা যায় !
.
ছোটবেলার এক ফল বিক্রেতার কথা মনে আছে, শুনতাম সে নাকি ফলের দাম বেশী রাখে, যদি সে বেশীই রাখতো তাহলে আজ এক যুগ পেরিয়ে সে কেনু ফল ফেরি করে বেড়ায়?
.
সেই পরিচিত বাদাম ওয়ালাকে দশ বছর আগে বলতাম এক টাকার বাদাম এতু কম কেনু? আজও বলি কি ভাই 'পাঁচ টাকার বাদাম এতো কম দেন কেনু?'
.
মুচি আংকেল কে সেই চৌদ্দ বছর আগে বলতাম 'আপনি জুতো সেলাই করে বেশী রাখেন' আজও বললাম...!
.
এভাবে আর নয় নিজেকে চেইঞ্জ করতে হবে, ওদের স্বার্থে নিজেকে পরিবর্তন করতে হবে, আজ থেকে হোটেলে মোটেল পার্টিতে আর বকশিশ দিবো না সেই টাকা মানি ব্যাগের এক কোণে রেখে একজন মুচি, জেলে, বাদাম ওয়ালা, জেলেকে দিবো ৷
.
শপথ করলাম ! বুক আনন্দে ভরে উঠলো আপনি ও করতে পারেন এমন শপথ.....!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

আব্দুল্যাহ বলেছেন: এমন ভাবনার জন্য ধন্যবাদ, কিন্তু তারা কি নিবে?

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

দেবানন্দ মিত্র বলেছেন: আমি কখনো কড়াভাবে দামাদামি করে বাজার করি না । কারণ তাদের লাভ কম হবে ।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

আবদুর রব শরীফ বলেছেন: তা ঠিক :)

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

আহলান বলেছেন: কেন রে ভাই? আপনি কাওকে কিছু দেন সেটা অব্যশই এপ্রিশিয়েবল। কিন্তু হোটেলের বয় বেয়ারার টিপস কেটে কেন? তারা কি পেতে পারে না? বিদেশে তো শুনি আমাদের দেশী ভাইরা টিপসের উপরেই বেচে থাকে ..... ;)

আর দরদামের কথা বলছেন? ৫০০ টাকার মাল ২০০ বল্লেও দিয়ে দেয়। তাহলে আসলে লাভ কত থাকে সেটা আপনি আমি বুঝবো কি করে .... আয় বুঝে ব্যায় ...যার বেশী বেশী আছে, সে দরদাম করবে না, এটাই মানসিকতা ..... যাদের লিমিটেড আয়, তাদেরকে দরদাম নামক যুদ্ধে নেমেই জীবন যাপন করতে হয়ে ... দেবানন্দ সাহেব।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯

আবদুর রব শরীফ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.