নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

\'সূর্য তোমাকে দিলাম ছুটি ৷\'

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

শরীফ জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক নতুন বার্তা প্রতিনিধি এই মাসের একত্রিশ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্নের সমাবর্তন হবে অফিস ছুটি না পাওয়ার কারণে আসতে পারবেন না !
.
তার স্ট্যাটাসটির শেষের অংশটি ছিলো এমন,
'Milon ভাই, আপনি বলেছিলেন শুক্রবার রাতের তুর্ণা নিশিতা পুরোটাই আমাদের। ভাই, আমার যাওয়া হলনা
Rana দোস্ত, একসাথে ৬০টা টিকেট কেটেছিস, আমি সঙ্গী হতে পারলামনা রে।'
.
সমাবর্তন এমন একটা পোগ্রাম যার দিকে তীর্থের কাকের মত একজন গ্রেজুয়েট চেয়ে থাকে !
.
৭১৯৪ জন গ্রেজুয়েটের এই মিলন মেলায় হয়তো আরো অনেকেই ২০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে অফিস ছুটি না পাওয়ার কারণে আসতে পারবেন না !
.
এটা হলো কর্পোরেট জীবন ! সকালে কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে সূর্যি মামা ঘুমিয়ে গেলে কর্মব্যস্ত দিন কাটিয়ে বাসায় ফেরা তারপর আবার একই রুটিন এভাবে বৃদ্ধ হওয়া পর্যন্ত চলবে এই জব রুটিন !
.
এই জীবনের জন্য প্রস্তুতিটা শুরু হয় ঠিক পাঁচ বছর বয়স থেকে সেই ক্লাশ ওয়ান থেকে শুরু তারপর এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স থিসিস পিএইচডি.... আর পারছি না গুরু !
.
৩৩ লক্ষ প্লাস বেকার ও তীর্থের কাকের মত চেয়ে থাকে কখন সে কাক ডাকা ভোরে উঠে অফিস যাবে আর সন্ধ্যায় ফিরলে বাবা মা চশমা খুলে তাকিয়ে ভাববে, আমার ছেলে মানুষ হয়েছে, খেটে খায় !
.
এমন সোনার হরিণ চাকরি আগে তারপর জীবন ছুটি সমাবর্তন ইত্যাদি ইত্যাদি
.
মূল কারণ কি জানেন, "একটু ভালো করে বাঁচবো বলে আরেকটু বেশী রোজগার.... !"
.
একটু ভালোভাবে বেঁচে থাকতে হবে, আরেকটু ভালো ভাবে পরিবারের মুখে হাসি ফুটাতে হবে একটু মাথটা উঁচু করে চলতে হবে এর জন্য 'সূর্য তোমাকে দিলাম ছুটি ৷'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.