নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
মাঝে মাঝে মিথ্যে বলা দোষের কিছুনা, বিশেষ করে আপনার কাছে যখন কেউ টাকা ধার চাইবে তখন,
.
সোজা উত্তর বলে দিবেন, 'টাকা নাই ৷'
.
ঘটনাগুলো এমন,
রহিম সাহেব হঠাৎ বিপদে পড়ে করিম সাহেবের কাছে পাঁচ হাজার টাকা পরের দিন দিয়ে দিবে বলে ধার চাইলো,
.
তারপর
.
-দিন যায়
-মাস যায়
-বছর যায়
.
টাকা ফেরত নেওয়ার জন্য রহিম সাহেবের পিছনে ঘুরঘুর করছে বেচারা !
.
আমি নিজেও অনেককে টাকা ধার দিয়ে মাপ করে প্রতিজ্ঞা করেছি কখনো ধার দিবো না
.
তবুও মাঝে মাঝে ধার না দিয়ে পারি না !
.
আমার মনে হয় না নব্বই শতাংশ ক্ষেত্রে ধার নিয়ে যে দিবসে পরিশোধ করার কথা ঐ দিবসে তেমন কেউ পরিশোধ করে কি না !
.
একবার একটা সংগঠনের ব্যানারে পিকনিকে গিয়েছিলাম ৷ গিয়ে দেখি এতো এতো এতো নিয়ম কানুন যে একবন্ধু তিন ঘন্টা পর পাশের দোকান থেকে পাঁচ টাকা দিয়ে বেত কিনে আমাকে হাতে দিয়ে বললো আমাকে বেত দিয়ে উত্তম মধ্যম দে তো দুই একটা !
.
বললাম কেনু? বললো, 'নিজের টাকা দিয়ে বেত কিনে বেত খাওয়া আর এই পিকনিকে আসার মধ্যে কোন তফাৎ দেখছি না !
.
ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের টাকা দিয়ে বেত কিনে বেত খাওয়া আর কাউকে টাকা ধার দেওয়ার অনুভূতি একই হয় !
.
মিথ্যা বলা অপরাধ কিন্তু না বললে কি হবে?
-আপনি তার শত্রু হবেন
-বন্ধুত্ব নষ্ট হবে
-উপকার করে পস্তাবেন
-তার কাছে ছোট হতে হবে
-নিজের ওজন কমবে
-সে আপনার কাঁটা হবে
.
আপনারাই বলেন কি করা উচিত?
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮
রুমন আমিন বলেছেন: কথা সত্য কিন্তু অনেক সময় না দিয়ে উপায় থাকে না ।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
বিজন রয় বলেছেন: হা হা কঠিন বাস্তবতা।
++