নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কিউটঃ থার্ড পার্সন সিঙ্গলুার নাম্বার !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

পেজেন্ট টেন্স, ফাস্ট টেন্স, ফিউচার টেন্স বুজতে আমার আধা যুগ কেটে গেছে,
.
তো এক স্যার বললো তোমার কাউকে ভালো লাগে?
.
হ্যাঁ স্যার টুনিকে....
.
টুনি দিয়ে শুরু করি,
আমি টুনিকে ভালবাসি = i love Tuni
আমি টুনিকে ভালবাসতাম= i loved Tuni
আমি টুনিকে ভালবাসব= i will love tuni
.
প্রথমটা বর্তমান কাল, দ্বিতীয়টা অতীত কাল, তৃতীয়টি ভবিষ্যত কাল !
.
আসো এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বুজায়,
করিম টুনিকে ভালবাসে= karim loves tuni
.
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে Verb এর শেষে s বা es যোগ হবে ৷
.
হ্যাঁ স্যার বুজছি....!
.
বছর তিনেক পর দেখলুম স্যার ঘোমটা পরিধান করা টুনিকে নিয়ে হাঁটতেছে ৷
.
মনে পড়লো করিম ই তো স্যারের নাম, তখন মনে পড়লো না কেনু !
.
তবে বেপারটা খারাপ না যে স্যার এতো সুন্দর করে যে টেন্স ছয় বছরে বুজি নি একদিনে বুজিয়ে দিলো সে প্রেমপত্রটি দুই মিনিটে বুজিয়ে দিতে পারবে এটা দোষের কিছু না ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

কাজী নজরুলের ছাত্র বলেছেন: দোষের কি?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

আবদুর রব শরীফ বলেছেন: সেটাই :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.