নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে যাদের \'একুশে ফেব্রুয়ারি\' বাস করে !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৩

জীবনে যে স্যারের বকা খেয়েও আনন্দে আটখানা হয়েছিলাম সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা শিক্ষক পারভেজ স্যার,
.
নাম কি বৎস?
- হ্যাঁ স্যার শরীফ
.
শরীফ অর্থ কি জানো?
-জ্বি স্যার ভদ্র
.
এই ছেলে শুনো, শরীফ অর্থ ভদ্র, নম্র, সভ্য, মার্জিত.......... স্যার দুই মিনিট আমার নামের সমার্থক শব্দ বললেন ৷
.
তারপর
.
হাতে ব্যাসলেট, শার্টের বোতাম, চুলে দশ সেকেন্ড পালস, গলায় চেইনের দিকে ইঙ্গিত দিয়ে বললো ঐ সবগুলো শব্দের বিপরীত শব্দ তুমি বহন করে আছো
.
অসম্ভব ভালো লাগতো স্যারকে, বকা দিলে আরো বেশী ভালো লাগতো
.
সত্যি কিছু মানুষের বকা দেওয়াটা একটি আর্ট
.
স্যারের সাথে বাজারে দেখা, পাশে দাঁড়িয়েছি, স্যার মাছ বিক্রেতাকে বলছে,
"এই যে মশাই,
মাছটা যে পচা
দামটা যে চড়া !"
.
রিক্সায় উঠবেন, রিক্সাওয়ালাকে বললেন,
"রাস্তা তো হাফ,
অর্ধেক ভাড়া মাফ ৷"
.
রিক্সা চালক মুচকি হাসি দিয়ে স্যারকে নিয়ে চললো,
"রিক্সাটা কি এবার থামবে,
বাজারগুলো কি তবে নামবে?"
.
অল্প কিছু উদাহরণ দিলাম ৷ স্যারের কাছে পুরো জীবনটি ছিল একটি বিদ্যালয় ৷
.
স্যার ছিলেন শুদ্ধ মার্জিত বাংলা ভাষা চর্চার একটি অনন্ত চলন্ত জ্বলন্ত এনসাইক্লোপিডিয়া !
.
আমি জানি ভালো মানুষগুলো কেনো এতদ্রুত পরলোক গমন করে ! আবারো শুরু ভাষার মাস ৷ ভাষার যে হারে ব্যবচ্ছেদ হচ্ছে এমন স্যারদের সত্যি ভীষণ দরকার ৷
.
আল্লাহ স্যারকে বেহশত নসীব করুক ৷ আমীন ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.