নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কিউটঃ আপনি কি আসলেই সিঙ্গেল ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

এখন পর্যন্ত কিছু ইভেন্টে ইনভাইট পেলুম, সেগুলো হলোঃ
-১৪ ফেব্রুয়ারী বিশ্ব সিঙ্গেল দিবস
-১৪ ফেব্রুয়ারী বিশ্ব নষ্টা দিবস
-১৪ ফেব্রুয়ারী বিশ্ব বেহায়া দিবস
-শোক দিবস (১৪ ফেব্রুয়ারী)
.
.
চলছে চলবে বেপার না
.
তবে কি আসলেই ফেসবুকাররা ম্যাক্সিমাম সিঙ্গেল?
.
বেপারটা আসলে এমন, অনেক একটি খুশির সংবাদ পেলেন, মনটা ও চমৎকার খোশ মেজাজে আছে তবুও হেডফোনে দুঃখের গান চলছে শুনতে কিন্তু খারাপ লাগছে না !
.
জৈনক বন্ধু চন্দ্রিমার সাথে বসে আছে, ভালবাসা আদান প্রদান হচ্ছে কিন্তু মোবাইলে চলছে, "চন্দ্রিমা এখনো তোমায় তোমাকেই ভালবাসি, চন্দ্রিমা আমার চোখের জল তোমারি মুখে হাসি ৷"
.
জাতি হিসেবে আমরা অনেক কিউট ! ১৪ ফেব্রুয়ারি'র মজাও নিই আমার বিরহের মজা নিতেও ভুল করি না !
.
পহেলা বৈশাখের মজা ও নিই হ্যাপি নিউ ইয়ারের মজা নিতেও ভুল করি না !
.
মুখে জি বংলা বন্ধ করে দিতে বলি কিন্তু দেখতে ভুল করি না !
.
অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কমন কনসেপ্ট আছে 'সুযোগ ব্যয় ৷' মানে কলম কিনতে গেলে চশমা ক্রয়ের সুযোগটি ব্যয় করতে হবে মানে ছেড়ে দিবেন !
.
আমার চশমা কিনলে কলম কিনার সুযোগটি হারাবেন কারণ আপনার প্রয়োজন কোনটি বেশী সেটি সীমিত সম্পদ দিয়ে পূরণ করতে হবে !
.
ধরেন আপনার হাতে একটি সুযোগ,
.
হয়তো সিঙ্গেল থাকবেন
.
নয়তো দোকলা হবেন
.
সত্যি করে বলুনতো আপনি কোনটি বেছে নিবেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.